ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যালট বাক্স ছিনতাই, পুকুর থেকে উদ্ধার
প্রকাশ: মঙ্গলবার, ২১ মে, ২০২৪, ৮:০৪ পিএম  (ভিজিট : ৫৯০)
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণের শেষ মুহূর্তে কেন্দ্রে ঢুকে ব্যালট বক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২১ মে) বিকেলে আখাউড়া পৌর শহরের দেবগ্রাম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে।

জানা যায়, আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মুরাদ হোসেন ভুঁইয়ার সমর্থকরা কেন্দ্রে প্রবেশ করে একটি ব্যালট বক্স ছিনতাই করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ ধাওয়া করলে তারা ব্যালট বক্সটি পার্শ্ববর্তী একটি পুকুরে ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ পুকুর থেকে ব্যালট বক্সটি উদ্ধার করে।  

খবর পেয়ে ঘটনাস্থলে আসেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর ফরহাদ শামীম। এ সময় বক্সটির ভেতরে থাকা ব্যালটগুলো অক্ষত অবস্থা দেখে তা গণনার জন্য প্রিসাইডিং কর্মকর্তা শাহ ইলিয়াস উদ্দিনকে নির্দেশ দেন তিনি।

এদিকে, ভোট গ্রহণ শেষে কসবা ও আখাউড়া উপজেলার ১২৯টি ভোটকেন্দ্রে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ভোট গণনা চলছে। 

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  ব্যালট বাক্স ছিনতাই   পুকুর থেকে উদ্ধার   ব্রাহ্মণবাড়িয়া-আখাউড়া  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close