ই-পেপার রোববার ৬ অক্টোবর ২০২৪
রোববার ৬ অক্টোবর ২০২৪

ক্লপ আর ফিরবেন?
প্রকাশ: মঙ্গলবার, ২১ মে, ২০২৪, ৬:০১ এএম  (ভিজিট : ৫৩৪)
আনফিল্ডের বিখ্যাত টানেল দিয়ে মাঠে ঢুকলেন। সর্বাঙ্গে কালো পোশাক। পায়ের বুট থেকে শুরু করে হাতের ঘড়ি, এমনকি মাথার টুপিটাও ছিল কালো রঙের। লিভারপুলে তার অবিস্মরণীয় কোচিং ক্যারিয়ারের শেষ ম্যাচে কিন্তু আনফিল্ডের আবহ শেষকৃত্যের মতো ছিল না। প্রিয় কোচের সঙ্গে তা ছিল ভক্তদের শেষবার উৎসবের মঞ্চ।

তাইতো ক্লপ যখন মাঠে ঢুকেন, গর্জে উঠে পুরো গ্যালারি। সমর্থকরা আসন ছেড়ে দাঁড়িয়ে শেষবারের মতো স্বাগত জানান কোচকে, যিনি বছরের পর বছর ধরে ধুঁকতে থাকা লিভারপুলকে ফিরিয়ে দিয়েছেন হারানো গৌরব। রোববার রাতে আনফিল্ডে তাই সবকিছুই ছিল ক্লপময়। ২-০ গোল ব্যবধানে ম্যাচ জেতার পর মাঠের মধ্যে বানানো অস্থায়ী মঞ্চে যখন দাঁড়ালেন ৫৬ বছর বয়সি কোচ, তখন ‘ক্লপ-ক্লপ’ স্লোগানে মুখরিত আনফিল্ড। ওই মঞ্চে যাওয়ার সময় শিষ্যরা তাকে দিয়েছেন গার্ড অব অনার।

লিভারপুল খেলোয়াড়দের গায়ে তখন লাল গেঞ্জি, যার সামনের দিকটায় লেখা ‘থ্যাঙ্ক ইউ’ অর্থাৎ আপনাকে ধন্যবাদ। লিভারপুলের সেই বিখ্যাত গানের সঙ্গে মিল রেখে পেছনে লেখা ছিল, ‘আই উইল নেভার ওয়াক অ্যালোন এগেইন।’ ক্লাব কর্তৃপক্ষ, শিষ্য আর সমর্থকদের এমন ভালোবাসায় আবেগাপ্লুত হয়ে পড়েন ক্লপ। ২০১৫ সালে আনফিল্ডে এসে বিগত ৯ বছরে লিভারপুলকে ৯টি শিরোপা উপহার দেওয়া কোচ বলেন, ‘আমি খুব খুশি। আমি এটা বিশ্বাসই করতে পারছি না। আমি খেলা নিয়ে খুশি। এই আবহ আর এই পরিবার নিয়ে খুশি। এটা অসাধারণ।’

এবারের মৌসুমের শুরুতেই ক্লপ জানিয়ে দেন লিভারপুল ছাড়ার কথা। অন্য কোনো ক্লাবে যে যাচ্ছেন না, জানিয়ে দেন সেটাও। আপাতত বিশ্রামে থাকবেন। এরপর যদি ফের তাগিদ অনুভব করেন, তা হলেই কেবল ফিরবেন কোচিংয়ে। তার এই বার্তা অনেকের কাছেই অবিশ্বাস্য ঠেকেছিল। কিন্তু ক্লপ এখনও নিজে পরিকল্পনায় অটল, ‘ঠিক জানি না কেন কেউ বিশ্বাস করে না যে আমি হয়তো আবার কোচ হব না। তবে আমি বিষয়টা বুঝতে পারি, কারণ এটা নেশার মতো, সবাই ফিরে আসে এবং বয়স ৭০ না হওয়া পর্যন্ত কাজ করে। আমার সবসময় মনে হয়েছে, আমি এতদিন কাজ করব না। আমার উদ্দীপনা দরকার, প্রাণশক্তি দরকার।’

তা যদি পান, ক্লপ আবার ফিরতে পারেন। নয়তো লিভারপুল ভক্তদের গাওয়া, ‘ওই উইল নেভার ওয়াক অ্যালোন’ লাইনটাও আর কাজে আসবে না!

সময়ের আলো/জিকে




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close