ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

উপজেলা নির্বাচন: রায়পুরায় সব কেন্দ্র ঝুঁকিপূর্ণ
প্রকাশ: সোমবার, ২০ মে, ২০২৪, ৭:১৯ পিএম  (ভিজিট : ৬৯০)
আগামীকাল মঙ্গলবার (২১ মে) ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সে হিসেবে অনুযায়ী ১৯ মে রাত ১২টায় এ উপজেলায় নির্বাচনী প্রচার প্রচারণা শেষ হয়েছে। এ পর্যায়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে রায়পুরে তিন প্লাটুন বিজিবিসহ প্রস্তুত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এদিকে সার্বিক পরিস্থিতি বিবেচনায় উপজেলার ৭৯ কেন্দ্রের মধ্যে ৭৯টি কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ বলে মনে করেন স্থানীয়রা ও পুলিশ প্রশাসন।

গত শনিবার বিকালে রায়পুরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনসহ জনসাধারণ ও ভোটারদের উদ্দেশ্যে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে মর্মে নিশ্চয়তা প্রদান করেন এবং সকল ভোটারদের তাদের নিজ নিজ ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান জেলা প্রশাসক সুরাইয়া জাহান ও পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশীদ (পিপিএম)।

উপজেলা নির্বাচন অফিসার শিমুল শর্মা বলেন, এ উপজেলায় ১টি পৌরসভাসহ ১০টি ইউনিয়নে ভোটকেন্দ্র ৭৯টি। ভোটার সংখ্যা ২ লাখ ৪৬ হাজার ৮৬৮টি। তার মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২৭ হাজার ৫০২ জন। মহিলা ভোটার ১ লাখ ১৯ হাজার ৩৬৬ জন। বুথ সংখ্যা ৫৫৯টি।

স্থানীয়রা ও পুলিশ জানান, কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে মোট ৭৯টি। তার মধ্যে অতি ঝুঁকিপূর্ণ ৭৯টি।

কেন্দ্রগুলো হলো- অত্যন্ত ঝুঁকিপূর্ণ মেঘনা উপকূলীয় চারটি ইউনিয়নের উত্তর চর আবাবিল ও দক্ষিণ চর আবাবিল এবং উত্তর ও দক্ষিণ চরবংশী ইউনিয়নের ৩০টি ভোটকেন্দ্র।

এদিকে রায়পুর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশীদ ও প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান মাষ্টার আলতাফ হোসেন হাওলাদার। তবে মামুনুর রশীদকে আওয়ামী লীগ থেকে সমর্থন দিলেও স্বতন্ত্র হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন মাষ্টার আলতাফ হোসেন হাওলাদার।

অপরদিকে ভাইস-চেয়ারম্যান (পুরুষ) ২ জন ও মহিলা ভাইস-চেয়ারম্যান ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে, জনপ্রিয়তার শীর্ষে অ্যাডভোকেট মারুফ বিন জাকারিয়ার। শেষ মুহূর্তে তারা ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করছেন। আর চষে বেড়াচ্ছেন উপজেলার প্রতিটি গ্রাম।

এদিকে এ নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত বলে জানিয়েছেন নির্বাচনে নিয়োজিত বিশেষ কমিটির এক সদস্য।

গতকাল রোববার (১৯ মে) বিকেলে এ বিষয়ে রায়পুর উপজেলা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। সভার গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়। তারমধ্যে ব্যালট বাক্স সঠিকভাবে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানোসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও নির্বিঘ্নে নির্বাচনের সকল কার্যক্রম সুচারুরূপে করতে এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর নিরাপত্তা প্রদান বিষয়ে ব্যাপক আলোচনা হয়।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  উপজেলা নির্বাচন   ঝুঁকিপূর্ণ কেন্দ্র   রায়পুর-লক্ষ্মীপুর  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close