ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

প্রার্থীর পক্ষে খাবার দিতে গিয়ে কর্মীর জেল, জব্দ খাবার এতিখানায়
প্রকাশ: সোমবার, ২০ মে, ২০২৪, ৬:৩২ পিএম  (ভিজিট : ২৯৬)
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. নাজিম উদ্দিন মুহুরীর পক্ষে চা শ্রমিকদের খাবার বিতরণের অপরাধে এক ব্যক্তিকে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন নির্বাহী হাকিম। এসময় জব্দ করা খাবারগুলো এতিমখানায় দেওয়া হয়।

সোমবার (২০ মে) দুপুরে উপজেলার হারুয়ালছড়ির রাঙ্গাপানি চা বাগান এলাকায় নির্বাচনী বিধি ভঙ্গের অপরাধে তাকে এ সাজা দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মো. মেজবাহ উদ্দিন।

জানা যায়, দুপুরের দিকে বাগান এলাকায় নির্বাচনে প্রার্থী ও নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্যদের দ্বারা আচরণবিধি প্রতিপালন নিশ্চিত কল্পে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় চেয়ারম্যান প্রার্থী নাজিম উদ্দিন মুহুরীর পক্ষে চা বাগানের শ্রমিকদের মধ্যে খাদ্যদ্রব্য বিতরণ করার অপরাধে প্রদীপ কুমার নাথ প্রকাশ লক্ষণ বাবুকে বিধিমালা ভঙ্গের দায়ে একই বিধিমালার ৩২ বিধি অনুসারে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। 

এছাড়া জব্দকৃত ৩০০ পিছ কলা ও ৩০০ পিছ বনরুটি উপজেলার আল-জামিয়াতুল তালিমুদ্দিন মাদরাসা ও এতিমখানায় শিশুদের মাঝে বিতরণ করা করেন। 

বিষয়টি নিশ্চিত নির্বাহী হাকিম মো. মেজবাহ উদ্দিন বলেন, ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশন বদ্ধ পরিকর।’

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  উপজেলা নির্বাচন   কর্মীর জেল-জরিমানা   ফটিকছড়ি-চট্টগ্রাম  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close