ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুন, ৬ জনের বিরুদ্ধে মামলা
প্রকাশ: সোমবার, ২০ মে, ২০২৪, ৫:৫২ পিএম  (ভিজিট : ২৭২)
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

গাজীপুরের কাপাসিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুনের ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে। সোমবার (২০ মে) দুপুরে কাপাসিয়া থানায় নিহতের স্ত্রী হালিমা বেগম বাদী হয়ে এ মামলা করেন। 

মামলায় চারজনের নাম ও অজ্ঞাতনামা দুজনকে আসামি করা হয়েছে। কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বক্কর মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। 

নিহত সবুজ মিয়া ফকির (৪৫) উপজেলার চাঁদপুর ইউনিয়নের কাজাহাজি গ্রামের বড়টেক এলাকায় শামসুদ্দিনের ছেলে। তার ছেলে সিয়াম ফকির (২০) গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন আছেন। 

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বক্কর মিয়া জানান, পৈতৃক জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছুরিকাঘাতে একজনের মৃত্যুর ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে। নিহতের স্ত্রী হালিমা বেগম চারজনের নাম ও অজ্ঞাতনামা দুজনকে আসামি করেছেন। অভিযুক্তদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে। 

উল্লেখ্য, উপজেলা চাঁদপুর ইউনিয়নের কাজাহাজি গ্রামের মো. ফারুক ফকিরের (৫০) সঙ্গে ছোট ভাই সবুজ মিয়া ফকিরের (৪৫) জমি নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলছিল। গতকাল দুপুরে সেই জমির গাছ থেকে সবুজ মিয়া কাঁঠাল পাড়তে যান। এ নিয়ে চাচা-ভাতিজার মধ্যে সংঘর্ষ হয়। 
একপর্যায়ে ভাতিজা মো. আবু বক্কর ছিদ্দিক (২২) চাচা সবুজকে ধারালো ছুরি দিয়ে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় চাচা সবুজকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল (রোববার) বিকেল পাঁচটার দিকে তিনি মারা যায়। ঘটনার সময় নিহতের ছেলে সিয়াম ফকির গুরুতর আহত হন।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  ভাতিজার হাতে চাচা খুন   মামলা   কাপাসিয়া-গাজীপুর  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close