ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

সুনামগঞ্জে বজ্রপাতে ২ শ্রমিক নিহত, আহত ৩
প্রকাশ: সোমবার, ২০ মে, ২০২৪, ৪:২৯ পিএম  (ভিজিট : ৩২২)
সুনামগঞ্জের দোয়ারাবাজারের সোনালী চেলা নদীতে বজ্রপাতে দুই বারকী শ্রমিকের মৃত্যু ঘটেছে। আহত হয়েছেন আরও তিনজন। সোমবার (২০ মে) দুপুরে চেলা নদীতে বালু তোলার সময় বজ্রপাতের ঘটনায় এই হতাহতের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সোনালী চেলা নদীতে হাজার হাজার বারকী শ্রমিক বালু উত্তোলনের কাজ করছিলেন। এসময় বজ্রপাতের ঘটনা ঘটে। ঘটনাস্থলে মারা যান আব্দুল কদ্দুছ (২৪) নামের এক বারকী শ্রমিক। সে পাশের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের বৈশাকান্দি বাহাদরপুর গ্রামের মুখলেছ মিয়ার ছেলে। এ ঘটনায় গুরুতর আহত দোলন মিয়াকে (২২) ছাতক হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু ঘটে। সে একই ইউনিয়নের সে পাশের ছাতক গনেশপুর নোয়াগাঁও গ্রামের আনছার মিয়ার ছেলে। এ ঘটনায় আরও তিন শ্রমিক আহত হয়েছেন।

দোয়ারাবাজার থানার ওসি মো. বদরুল হাসান বলেন, বজ্রপাতে ঘটনাস্থলে একজন এবং ছাতক হাসপাতালে আরও একজনের মৃত্যু ঘটেছে। আহত হয়েছেন তিন জন। নিহত ও আহতদের সকলেই পাশের ছাতক উপজেলার বাসিন্দা।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  বজ্রপাতে শ্রমিক নিহত   সুনামগঞ্জ  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close