ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

কাপাসিয়ায় ভূমি অফিসে বোমা সদৃশ বস্তু
প্রকাশ: রবিবার, ১৯ মে, ২০২৪, ৮:১২ পিএম  (ভিজিট : ৩৮২)
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়ন ভূমি অফিসের ভিতরে বোমা সদৃশ বস্তু পাওয়া গেছে। বোমা সদৃশ বস্তুটি উদ্ধারে কাজ করছে পুলিশের বোম ডিসপোজাল ইউনিট। রোববার (১৯ মে) সকাল ১১টায় কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়ন ভূমি অফিসের ভিতরে এ বস্তুটি দেখা গেছে। 

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর মিয়া তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বোমা সদৃশ বস্তুটি নিয়ন্ত্রণে এনে আমাদের পুলিশের টিম ঘিরে রেখেছে। গাজীপুরের ডিসপোজাল টিম ঘটনাস্থলে আসছে। 

প্রত্যক্ষদর্শী ও ভূমি অফিসের লোকজন জানায়, আজ (রোববার) সকালে অফিস খুলতে আসলে বোমা সদৃশ ২ কেজি ওজনের একটি বস্তু দেখা যায়। বস্তটি দেখে মনে হচ্ছে,  টিনের চালের নীচ দিয়ে ফাকা স্থান দিয়ে কেও ফেলে গেছে। এতে অফিসের ভিতরের একটি বেসিন ভেঙে গেছে। এটা দেখে থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ আসে। 

কাপাসিয়া সহকারী কমিশনার ভূমি রিফাত নূর মৌসুমি জানান, বোমা সদৃশ বস্তু পাওয়া গেছে। বোমা কিনা জানিনা। 

তিনি বলেন, গাজীপুর থেকে বোমা ডিসপোসাল ইউনিট ঘটনাস্থলে আসছে। ডিসপোজাল টিম দেখে বলবে বস্তুটি বোমা নাকি অন্য কিছু। 

সময়ের আলো/আরআই





আরও সংবাদ   বিষয়:  ভূমি অফিসে বোমা   বোম ডিসপোজাল টিম   কাপাসিয়া-গাজীপুর  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close