ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

ঝালকাঠিতে ডাকাতের গুলিতে আহত ২, টাকা-স্বর্ণালঙ্কার লুট
প্রকাশ: শনিবার, ১৮ মে, ২০২৪, ৫:২২ পিএম  (ভিজিট : ৪৪২)
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা পিস্তল ঠেকিয়ে হাত-পা বেঁধে টাকা স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে ডাকাতের দল। স্থানীয়রা তাদের ধাওয়া দিলে ডাকাতের গুলিতে দুইজন গুলিবিদ্ধ হয়েছে।

শুক্রবার (১৭ মে) রাতে উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের চড়াইল গ্রামের মকবুল হাওলাদারের (৭৫) বাড়িতে এ ঘটনা ঘটেছে। ডাকাতরা ঘরে থাকা ৩ ভরি স্বর্ণালংকার, ৮ ভরি রুপা ও নগদ ৩০ হাজার টাকা এবং দুইটি স্মার্ট ফোন নিয়ে গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন কাঁঠালিয়া থানা পুলিশের ওসি (তদন্ত) সমির কুমার দাস।

মকবুল হাওলাদারের জামাই জাহাঙ্গীর আলম বলেন, রাত ৩টার দিকে ডাকাতের দল ঘরের পাশে রাখা গাছ বেয়ে ঘরের ২য় তলায় ওঠে ওখানের দরজা খোলা থাকায় তারা ঘরের মধ্যে প্রবেশ করে। এরপর আমাকে আমার স্ত্রী ও শ্বশুরকে গামছা দিয়ে হাত-পা বেঁধে পিস্তল ঠেকিয়ে বেধড়ক মারধর করে। তারা ৬ জন ছিলো। ৩ জন নিচ তলায় আর ৩ জন ২য় তলায় ছিলো। তাদের এক জনের হাতে পিস্তল ছিলো অন্যদের সবার হাতে বটি দা, শাবল, রেঞ্জ ছিলো। আমরা ডাক চিৎকার দিলে আমাদের গুলি করে হত্যার হুমকি দিছে। তাই ভয়ে কিছু বলি নাই চুপচাপ ছিলাম। ডাকাতরা যাওয়ার সময় আমার মেয়েরা চিৎকার দিলে স্থানীয়রা তাদের ধাওয়া দিলে ডাকাতের গুলিতে মজিদ ও সাইফুল নামে দুজনের পায়ে গুলিবিদ্ধ হয়। পরে স্থানীয়রা আহত মজিদ, সাইফুল ও ঘরের মালিক মকবুল হাওলাদার উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন আছে।

স্থানীয় গ্রাম পুলিশ (চৌকিদার) মো. সজীব বলেন, মকবুল হাওলাদারের বাড়িতে রাতে ডাকাতির খবর শুনে সেখানে চলে গিয়ে আহতদের হাসপাতালে পাঠিয়েছি। ডাকাতরা দুজনের পায়ে গুলি করেছে। 

এ বিষয়ে কাঁঠালিয়া থানার ওসি (তদন্ত) সমির কুমার দাস বলেন, খবর পেয়ে পুলিশ তাদের বাড়িতে পাঠানো হয়েছে। তারা লিখিত অভিযোগ দিলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  দুর্ধর্ষ ডাকাতি-গুলি   হতাহত   টাকা-স্বর্ণালঙ্কার লুট   ঝালকাঠি  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close