ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

কালিয়াকৈরে স্কুল ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ
প্রকাশ: মঙ্গলবার, ১৪ মে, ২০২৪, ৭:৫১ পিএম  (ভিজিট : ৪৪৪)
গাজীপুরের কালিয়াকৈরে লতিফপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের নিচ অংশের ইট সলিংয়ের নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে। এতে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। তবে এ অভিযোগ অস্বীকার করে ঠিকাদার জাহাঙ্গীর আলম বলেছেন, নিম্নমানের মালামাল সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। একটি খারাপ ইট দিয়েও কাজ করবো না। 

মঙ্গলবার (১৪ মে) দুপুরে উপজেলা লতিফপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে এমনি চিত্র দেখা যায়।

জানা গেছে, উপজেলার লতিফপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের নির্মাণের উদ্যোগ নেয় (টিও আই) বাস্তবায়ন প্রকল্প। ১ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে তিন তলা ভবনের কাজ শুরু করেন। অভিযোগ রয়েছে নিচের ব্যাচের (ফাউন্ডেশন) নির্মাণে নিম্নমানের ইট, খোয়া, বালু ব্যবহার করা হয়েছে। 

ঠিকাদার জাহাঙ্গীর আলম জানান, নিম্নমানের মালামাল সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। একটি খারাপ ইট দিয়েও কাজ করবো না।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেরুন নেছা খানম জানান, নির্মাণ কাজ সম্পর্কে তার কোনো ধারণা নেই। তবুও কেন জানি মনে হলো মালামাল গুলো ভাল দিচ্ছে না। পরে উপজেলা (কাজের তদারকি) সহকারী প্রকৌশলী জিল্লুর রহমানকে ফোন করে জানানো হয়েছে। 

তদারকি কর্মকর্তা উপজেলা উপ-সহকারী প্রকৌশলী জিল্লুর রহমান বলেন, কোনো ধরণের নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়নি। আমি নিজে খোঁজ নিয়ে দেখেছি। 

উপজেলা প্রকৌশলী বিপ্লব পাল বলেন, নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করতে পারবে না। কাজ বন্ধ করা হয়েছে। এবং খারাপ মালামাল সরিয়ে ফেলার কথা বলা হয়ে।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  স্কুল ভবন নির্মাণ   গাফিলতি-অনিয়ম   কালিয়াকৈর  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close