ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

কাদের মির্জাকে মোবাইলে হত্যার হুমকির অভিযোগে থানায় জিডি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ মে, ২০২৪, ৫:২১ পিএম  (ভিজিট : ৪২০)
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জাকে মোবাইলে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় মেয়র নিজেই মঙ্গলবার (১৪ মে) দুপুরে বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় জিডি দায়ের করেন। জিডি নং ৭৪১তাং-১৪/০৫/২০২৪ইং।

জিডিতে তিনি উল্লেখ করেন, উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে মিজানুর রহমান বাদলের অনুসারী ০১৭১৮২২২৩৮৩ নাম্বার থেকে আমাকে হত্যার হুমকি দিয়েছে। তারা কোম্পানীগঞ্জের পাশ্ববর্তী দাগনভূঞা, সুবর্ণচর, কবিরহাট ও সেনবাগ উপজেলার অস্ত্রধারী
সন্ত্রাসীদেরকে এনে নির্বাচনী শান্তির পরিবেশ নষ্ট করতেছে।

এছাড়াও আরেক স্বতন্ত্র উপজেলা চেয়ারম্যান প্রার্থী শাহাদাত হোসেন (সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও মেয়র আবদুল কাদের মির্জার আপন ছোট ভাই)। শাহাদাত হোসেন বসুরহাট পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মো. রাসেল, বসুরহাট পৌরসভার যুবলীগের সাধারণ সম্পাদক হামিদ উল্যাহ হামিদ ও বসুরহাট উপজেলা ছাত্রলীগের সভাপতি আইনুল মারুফকে অকথ্য ভাষায় গালিগালাজ করে হত্যার হুমকি প্রদান করে।

সময়ের আলো/জেডআই




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close