প্রকাশ: সোমবার, ১৩ মে, ২০২৪, ৭:০৮ পিএম (ভিজিট : ৬৫৮)
ঝালকাঠি জেলার রাজাপুর ও কাঠালিয়া উপজেলা পরিষদের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। সোমবার (১৩ মে) দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রতিক বরাদ্দ দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফারাহ্ গুল নিঝুম। এসময় রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক রুহুল আমীন, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আ. ছালেকসহ কর্মকর্তাবৃন্দ ও প্রার্থীরা উপস্থিত ছিলেন।
দুই উপজেলায় তিনটি ক্যাটাগরিতে ৩২জন প্রার্থী প্রতিক পেয়ে আনুষ্ঠানিক প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়েছে। প্রতিক পেয়েই প্রার্থীরা প্রচারণা শুরু করেছেন। মাইকে ভোটারদের প্রতিক ও প্রার্থিতা জানান দিতে নির্বাচনী এলাকায় মাইকিং শুরু হয়েছে। প্রত্যেক প্রার্থির স্ব স্ব নির্বাচনী কর্মীদেরকে পোস্টার ও লিফলেট বিতরণ করেছেন। অনেকে আবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও প্রার্থিতার প্রচারণা চালাচ্ছেন।
প্রতিকপ্রাপ্ত প্রার্থিরা হলেন- চেয়ারম্যান পদে রাজাপুর উপজেলায় আফরোজা আক্তার লাইজু (দোয়াত কলম), মোঃ নজরুল ইসলাম মুকুল মৃধা (আনারস), মিলন মাহমুদ বাচ্চু (মটরসাইকেল), মোঃ জিয়া হায়দার খান লিটন (ঘোড়া), মোঃ আহসান হাবীব সোহাগ (কাপ পিরিচ)। কাঠালিয়া উপজেলায় মোঃ এমাদুল হক (দোয়াত কলম), মোঃ শহিদুল ইসলাম (আনারস), মোঃ গোলাম কিবরিয়া শিকদার (কাপ পিরিচ), মোঃ তরুণ সিকদার (ঘোড়া)। ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে রাজাপুর উপজেলায় আব্দুল্লাহ আল হাসান বাপ্পী ( বই), চন্দ্র শেখর হাওলাদার (উড়োজাহাজ), জিয়াউল হক লালন (টিউবওয়েল), মোঃ নাসির উদ্দিন মৃধা (মাইক), রাম দুলাল তেওয়ারী (তালা), সোহেল আহমেদ (চশমা)। কাঠালিয়া উপজেলায় মোহাম্মদ আবদুল জলিল মিয়াজী (বই), মোঃ মনিরুজ্জামান গোলদার (তালা), মোঃ রেজাউল করিম (উড়োজাহাজ), মুঃ তরিকুল ইসলাম আকন (চশমা), সৈয়দ মাইনুল হোসেন (টিউবওয়েল), গৌতম চন্দ্র মন্ডল (টিয়া)। ভাইসচেয়ারম্যান (মহিলা) পদে রাজাপুর উপজেলায় নাসরিন সুলতানা মুন্নি (পদ্মফুল), নাসরিন আক্তার (সেলাই মেশিন), মোসাঃ সালমা বেগম (কলস), নাজমুন নাহার পুতুল (ফুটবল), হাফিজা আক্তার পিংকি (প্রজাপতি), সুমনা পারভীন সুমি (হাঁস)। কাঠালিয়া উপজেলায় মোছাঃ সাহিদা আক্তার বিন্দু (প্রজাপতি), মোসাঃ শাহানাজ বেগম (পদ্মফুল), ফাতিমা খানম (হাঁস), শেফালী বেগম (ফুটবল), নাজমীন আক্তার (কলস)।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে রাজাপুর ও কাঠালিয়া উপজেলা পরিষদের নির্বাচন আগামী ২৯ মে অনুষ্ঠিত হবে। প্রতিক বরাদ্দের সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং অফিসার রুহুল আমিন প্রার্থিদের নির্বাচনী আচরণ সংক্রান্ত বিধিমালা বিতরণ করেন।
সময়ের আলো/এম