নাইক্ষ্যংছড়ি সীমান্তে নিহত কালামের দাফন সম্পন্ন
প্রকাশ: সোমবার, ১৩ মে, ২০২৪, ২:৪১ পিএম (ভিজিট : ২৮৬)
বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি সদর ইউপি'র সীমান্তের ৪৮ নং পিলারের ভিতরে আরাকান আর্মির গুলিতে নিহত বাংলাদেশী আবুল কালামের লাশ হস্তান্তরের পর দাফনকার্য সম্পন্ন করেছে পরিবার।
রোববার (১২ মে) মিয়ানমারের বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির গুলিতে নিহত আবুল কালামের লাশ ওইদিন দিবাগত রাত পৌনে ১২ টার দিকে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল আবছার ইমনের প্রচেষ্টার তার পরিবারের কাছে হস্তান্তর করে আরাকান আর্মি। এরপর সোমবার (১৩ মে) দিবাগত রাত ১ টার দিকে বামহাতির ছড়াস্থ পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
উল্লেখ্য ১২ মে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৯ নং ওয়াড়ের মৃত্যু বদিউজ্জামানের ছেলে আবুল কালাম (২৮) মিয়ানমারের ৪৮ নং পিলার দিয়ে ওপারের সীমানা অতিক্রম করলে আরাকান আর্মির এক সদস্যর সাথে কথা কাটাকাটির ফাঁকে তাকে গুলি করলে মৃত্যুর কোলে ঢলে পড়েন এবং মৃতদেহ ওপারে নিয়ে যায়।
সময়ের আলো/এএ/