ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

উপজেলা নির্বাচন
মনোনয়ন প্রত্যাহার করলেন ওবায়দুল কাদেরের ভাগনে
প্রকাশ: রবিবার, ১২ মে, ২০২৪, ১০:৫৩ পিএম  (ভিজিট : ৪৬০)
মাহবুব রশিদ মঞ্জু। ছবি: সংগৃহীত

মাহবুব রশিদ মঞ্জু। ছবি: সংগৃহীত

তৃতীয় ধাপে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন আগামী ২৯ মে। এ নির্বাচনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভাগনে উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মাহবুব রশিদ মঞ্জু ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রেহানা আক্তার শিউলী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছে। 

রোববার (১২ মে) বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইসমাঈল বিষয়টি নিশ্চিত করেছেন। 

প্রত্যাহারকৃতরা হলো- সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভাগ্নে মাহবুবুর রশীদ মঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেহানা আক্তার (শিউলী হাজারী)।

এর আগে গত রোববার (৫ মে) জেলা রিটার্নিং কর্মকর্তা ওবায়দুল কাদেরের ভাই শাহাদাত হোসেন ব্যতীত তার ভাগনে মাহবুবুর রশীদ মঞ্জুসহ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ৯ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেন। এরইমধ্যে ওবায়দুল কাদেরের ভাই শাহাদাত হোসেন উচ্চ আদালতে আপিল করেছেন বলে জানা গেছে। 

বর্তমানে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে মাঠে আছেন চেয়ারম্যান পদে নোয়াখালী জেলা আওয়ামী লীগের সদস্য মো. গোলাম শরীফ চৌধুরী, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল ও আমেরিকা প্রবাসী ওমর আলী রাজ। ভাইস চেয়ারম্যান পদে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জসিম উদ্দিন, মামুন হোসেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী পারভীন আক্তার ও ফাতেমা বেগম পারুল।

সময়ের আলো/আরআই



আরও সংবাদ   বিষয়:  উপজেলা নির্বাচন   মনোনয়ন প্রত্যাহার   কোম্পানীগঞ্জ-নোয়াখালী  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close