ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

ধামরাইয়ে হেলে পড়েছে চারতলা ভবন
প্রকাশ: শনিবার, ১১ মে, ২০২৪, ১০:৫৬ পিএম  (ভিজিট : ৪৮২)
ঢাকার ধামরাইয়ে চারতলা একটি ভবন হেলে পড়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। শনিবার (১১ মে) বিকেলের দিকে ধামরাই পৌরসভার ঢুলিভিটার ধানসিঁড়ি মহল্লায় ওই ভবনটি হেলে পড়ে।

ভবনটির মালিক জিয়াউর রহমান সিকদার। তিনি ধামরাইয়ের ধানসিঁড়ি এলাকার বাসিন্দা।

ফায়ার সার্ভিস জানায়, বিকেলের দিকে ওই ভবন হেলে পড়ার খবর পাওয়া যায়। বিষয়টি শুরুতে স্থানীয়দের নজরে এলে তারা বাড়ির মালিক ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ওই ভবনটি পার্শ্ববর্তী শামসুল হক নামে এক ব্যক্তির মালিকানাধীন ছয়তলা ভবনের পাশে কিছুটা হেলে পড়েছে। এরপরই ওই ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে এটির বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

ধামরাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সোহেল রানা বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভবনটি হেলে পড়া অবস্থায় দেখা যায়। ঝুঁকিপূর্ণ হওয়ায় সেটি থেকে বাসিন্দাদের সরিয়ে আনা হয়। প্রাথমিকভাবে জানা যায়, ভবনটির অনুমোদন নেই। সেখানে স্থানীয় মেয়র ও ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন।’

ভবনটির বিষয়ে আগামীকাল রোববার (১২ মে) ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ধামরাই পৌরসভার মেয়র গোলাম কবীর। তিনি বলেন, ‘ভবনটি দেখেছি। আগামীকাল প্রকৌশলী গিয়ে পরিদর্শন করে এটির বিষয়ে করণীয় নির্ধারণ করবেন। আপাতত বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।’

ধামরাই উপজেলা নির্বাহী অফিসার খান মো. মামুন আব্দুল্লাহ বলেন, ‘বিষয়টি ফায়ার সার্ভিস ও মেয়র মহোদয় জানিয়েছেন। জানতে পেরেছি, ছয়তলা একটি ভবনের ওপরে পাশের চারতলা ভবন হেলে পড়েছে। মেয়র ওই ভবনের বাসিন্দাদের সরিয়ে নেওয়ার ব্যবস্থা করেছেন। ভবনটি যেহেতু পৌরসভার আওতায়, ফলে তারা তাদের প্রকৌশলী পাঠিয়ে বিষয়টি দেখে করণীয় ঠিক করবেন।’

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  ভবন হেলে পড়েছে   ঝুঁকিপূর্ণ ভবন   ফায়ার সার্ভিস   ধামরাই  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close