প্রকাশ: শনিবার, ১১ মে, ২০২৪, ৬:৩১ পিএম (ভিজিট : ৫৫৪)
জামালপুরের সরিষাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
শনিবার (১১ মে) সকাল সাড়ে ১০টায় সরিষাবাড়ী থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে একটি পিস্তল, ২টি গুলি ও ১টি ম্যাগাজিন উদ্ধার করেছে। পরে দুপুরে সরিষাবাড়ী থানার এসআই মাহমুদুল হাসান বাদী হয়ে অস্ত্র আইনে সরিষাবাড়ী উপজেলার বাউসী বাঙ্গালী পাড়ার মোতালেবের ছেলে রুকনকে (৩৭) প্রধান আসামি করে মামলা দায়ের করেছে।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশফিকুর রহমান জানান, পৌর এলাকার বাউসী বাঙ্গালী পাড়া এলাকায় রুকনের বাড়িতে অভিযান চালিয়ে ২ গুলি, ম্যাগাজিনসহ একটি পিস্তল উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে রুকন ও তার বাড়ির লোকজন পালিয়ে যায়। অস্ত্র উদ্ধার হলেও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। গ্রেফতারের চেষ্টা চলছে।
সময়ের আলো/আরআই