ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

বাঘায় উপজেলা নির্বাচনে ৯ প্রার্থীর মনোনয়ন দাখিল
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪, ৭:১০ পিএম  (ভিজিট : ৩৯৮)
আসন্ন ৬ষ্ঠ উপজেলা নির্বাচনের রাজশাহীর বাঘা উপজেলায় ৪র্থ ধাপে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ৯ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। মনোনয়ন দাখিলের শেষ দিন বৃহস্পতিবার (৯ মে) মনোনয়ন দাখিল করেন তারা।

চেয়ারম্যান পদে রাজশাহী জেলা সেচ্ছাসেবকলীগ সভাপতি ও সাবেক জেলা ছাত্রলীগ সভাপতি রোকনুজ্জামান রিন্টু, বাঘা উপজেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক শাহিনুর রহমান পিন্টু, রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এডভোকেট লায়েব উদ্দিন লাভলু মনোনয়নপত্র দাখিল করেছেন।

ভাইস চেয়ারম্যান পদে বাঘা উপজেলা যুবলীগ সভাপতি কামরুজ্জামান নিপ্পন, বর্তমান ভাইস চেয়ারম্যান আব্দুল মোকাদ্দেস ও মেহেদী হাসান মিনার মনোনয়নপত্র দাখিল করেছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাবেক বাঘা পৌরসভার সংরক্ষিত কাউন্সিলর রিনা খাতুন, বাঘা উপজেলা বিএনপি আহবায়ক কমিটির সদস‍্য ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা দিল আফরোজ রুমি ও বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা খাতুন লতা মনোনয়নপত্র দাখিল করেন। 

বাঘা উপজেলা রিটার্নিং কর্মকর্তা তরিকুল ইসলাম মনোনয়ন পত্র দাখিলের বিষয়টি নিশ্চিত  করেছেন।

উল্লেখ্য চতুর্থ ধাপে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৯ মে, মনোনয়ন যাচাই-বাছাই ১২ মে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ১৩ থেকে ১৫ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৯ মে। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২০ মে। চতুর্থ ধাপের নয়টি উপজেলায় ভোট হবে ইভিএমে। বাকিগুলোতে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। 

সময়ের আলো/জিকে




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close