ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

কালবৈশাখীর কবলে কক্সবাজার এক্সপ্রেস
প্রকাশ: সোমবার, ৬ মে, ২০২৪, ১০:৫৪ পিএম  (ভিজিট : ৮৩৪)
ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে চট্টগ্রাম থেকে সাড়ে তিন ঘণ্টা দেরিতে ছেড়ে গেছে। সোমবার (৬ মে) বিকেল ৫টায় জানালীহাট ও ষোলশহর স্টেশনের মাঝামাঝি স্থানে গাছ ভেঙে পড়লে থেমে যায় কক্সবাজার থেকে ছেড়ে আসা বিশেষ এই ট্রেন। এতে ভোগান্তিতে পড়েন ঢাকাগামী যাত্রীরা।

চট্টগ্রাম রেলওয়ের স্টেশন ম্যানেজার মনিরুজ্জামান বলেন, প্রবল ঝড়ের সময় জানালিহাট স্টেশন থেকে ষোলশহর স্টেশনে যাওয়ার আগমুহূর্তে একটি গাছ ভেঙে পড়ে। পরে ফায়ার সার্ভিসে সহায়তায় গাছ সরানোর পর সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ট্রেনটি চট্টগ্রাম স্টেশনে পৌঁছে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সেটি আবার ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে।

এদিকে চট্টগ্রামের রেলওয়ের বিভাগীয় কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, কালবৈশাখী ঝড়ে চট্টগ্রাম বিভাগে ১০/১২টি স্থানে রেললাইনে গাছ ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে কক্সবাজার এক্সপ্রেস, মহানগর এক্সপেস, গোধূলিসহ বিভিন্ন মালগাড়ি আটকা পড়ে। এর ফলে প্রায় সব ট্রেনের শিডিউলে প্রভাব পড়েছে বলে জানান তিনি। 

সময়ের আলো/আরআই



আরও সংবাদ   বিষয়:  কক্সবাজার এক্সপ্রেস ট্রেন   কালবৈশাখীর তাণ্ডব  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close