ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

বৃষ্টির দেখা মিলল ঝালকাঠিতে, জনমনে স্বস্তি
প্রকাশ: সোমবার, ৬ মে, ২০২৪, ১০:১৫ পিএম  (ভিজিট : ৫৩৪)
টানা তাপদাহের পর অবশেষে ঝালকাঠিতে স্বস্তির বৃষ্টির শুরু হয়েছে। গত এপ্রিল মাস জুড়ে এবং মে মাসের প্রথম সপ্তাহে জেলা জুড়ে তীব্র তাপদাহ বয়ে যাচ্ছিল। টানা এই তাপদাহে মানুষ বৃষ্টির অপেক্ষায় দিন গুনছিল। জেলা জুড়ে চলছিলো বৃষ্টির প্রার্থনার নামাজ। অবশেষে সেই বহুল কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা মেলায় জনজীবনে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।

সোমবার (৬ মে) বিকেল ৫ টার দিকে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। সাড়ে ৫টার দিকে বৃষ্টিতে রূপ নেয় মাঝারি আকারে। সন্ধ্যায় ঝুম বৃষ্টির সঙ্গে হাল্কা দমকা ও আকাশে ভারি গর্জন হচ্ছে বাতাস বয়ে যায়।

বৃষ্টি শুরু হওয়ার পর পরই মানুষের মধ্যে প্রশান্তিও দেখা দিয়েছে। অনেক মানুষ রাস্তায় নেমে বৃষ্টির ছোঁয়া নিয়েছেন। অনেকেই নিজ নিজ বাড়ির ছাদে, উঠানে বৃষ্টিতে ভিজেছেন।

মো. রিয়াজ নামের শহরের এক বাসিন্দা বলেন, আজকেও দুপুর পর্যন্ত বেশ গরম অনুভূত হয়েছে। ঘণ্টা পার না হতেই যেন সবকিছু পাল্টে গেলো। মাঝারি আকারের বৃষ্টি ও হাল্কা বাতাস মানুষের মনে যেন এখন প্রশান্তিতে ভরে গেছে। 

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, রাতেও অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কালবৈশাখী ঝড়ও হতে পারে। তবে বিকেলের বৃষ্টিতে গরমের তীব্রতা কিছুটা হলেও কম অনুভূত হচ্ছে। জনমনে স্বস্তি ফিরে এসেছে। 

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  তাপদাহ   ঝুম বৃষ্টি   ঝালকাঠি  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close