ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

মিয়ানমারের অভ্যন্তরে মাইন বিস্ফোরণ, ২ বাংলাদেশি আহত
প্রকাশ: শনিবার, ৪ মে, ২০২৪, ১১:৫৬ পিএম  (ভিজিট : ৭০৮)
নাইক্ষ‍্যংছড়ি থেকে মিয়ানমারের অভ্যন্তরে অবৈধ ভাবে গরু আনতে গিয়ে দুই বাংলাদেশি নাগরিক ল্যান্ড মাইন বিস্ফোরণে গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার (৪ মে) সন্ধ্যা আনুমানিক ৬টা ৪০ মিনিটের দিকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর অধিনস্থ ফুলতলী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৪৭/৪৮ এর মাঝামাঝি এলাকার শূন্য লাইন থেকে মিয়ানমারের অভ্যন্তরে  বান্ডুলা এলাকায় ল্যান্ড মাইন বিস্ফোরণে ২ জন বাংলাদেশি নাগরিক গুরুতর আহত হয়।

জানা গেছে, আহতদেরকে চিকিৎসার জন্য সাড়ে ৭টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে আসা হলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক কক্সবাজারে নেওয়ার পরামর্শ দেন বলে জানা যায়। পরে তাদেরকে কক্সবাজারে নেওয়া হয়।

মাইন বিস্ফারণে আহত ব্যক্তিরা হলো- নাইক্ষ‌্যংছড়ি সদর ইউপির কম্বনিয়া ৭ নং ওয়ার্ড এলাকার মৃত মোহাম্মদের ছেলে নুরুল আবছার (১৮) ও অপরজন রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড এলাকার অলি আহাম্মদের ছেলে মোহাম্মদ বাবু (১৭)। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নাইক্ষ‍্যংছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আবছার।

এলাকাবাসী সূত্রে জানা যায়, আহতেরা চোরাকারবারি, ইয়াবা এবং গরু ক্রয়ের উদ্দেশ্যে মিয়ানমারের অভ্যন্তরে প্রবেশ করে। 

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  মাইন বিস্ফোরণ   বাংলাদেশি আহত   নাইক্ষ‍্যংছড়ি সীমান্ত  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close