ই-পেপার সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪
সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪
ই-পেপার

সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪

ভেড়ামারার তামিম হত্যা মামলার আসামি মমিন আটক
প্রকাশ: শনিবার, ৪ মে, ২০২৪, ১০:৫৩ পিএম  (ভিজিট : ৬৮৪)
কুষ্টিয়া ভেড়ামারার ক্ষেমিরদিয়ার মুন্সিপাড়ার রং মিস্ত্রি শাহিনের ছেলে তামিমকে পিটিয়ে হত্যার আসামি মমিনকে (৪৮) আটক করেছে ভেড়ামারা থানা পুলিশ। শনিবার (৪ মে) সন্ধ্যার দিকে হত্যা মামলার এই আসামিকে আটক করা হয়। 

মামলার তদন্ত কর্মকর্তা ও ভেড়ামারা থানার ওসি (তদন্ত) লুৎফর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিমান চালিয়ে ভেড়ামারার আজাদ স্কুল এলাকা থেকে তাকে আটক করে। মোমিন ক্ষেমিরদিয়ার মুনসি পাড়া এলাকার আব্দুর রহিমের ছেলে। 

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত ২৬ মার্চ তামিমকে বেধড়ক পিটিয়ে আহত করে প্রতিপক্ষরা। গুরুতর আহত তামিম গত ৩১ মার্চ রাজশাহী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ ঘটনায় তামিমের বাবা শাহিন ৮ জনের নাম উল্লেখ করে ও ২/৩ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেন। 

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম জানান, আটক মোমিন তামিম হত্যা মামলার এজাহার নামীয় আসামি ছিলেন না, কিন্তু তদন্ত কর্মকর্তা মামলার তদন্তে তার সম্পৃক্ততা পাওয়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  তামিম হত্যা   হত্যা মামলা   আসামি গ্রেফতার   ভেড়ামারা-কুষ্টিয়া  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close