ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

গাইবান্ধায় জমি সংক্রান্ত বিরোধে প্রকৌশলীকে হত্যা, আটক ২
প্রকাশ: শনিবার, ৪ মে, ২০২৪, ৯:৫১ পিএম  (ভিজিট : ৪৭৪)
গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে এমরান আলী (২৫) নামে এক ডিপ্লোমা প্রকৌশলী নিহত হয়েছেন। শনিবার (৪ মে) বেলা সাড়ে ৪টায় উপজেলার মহিমাগঞ্জ বাজারের মনারমোড় নামক স্থানে এই ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে। 

নিহত এমরান শালমারা ইউনিয়নের উলিপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে।  

স্থানীয়রা জানান, বিকেলে এমরান আলী মহিমাগঞ্জ বাজারের মোনার মোড় নামক স্থানে একটি দোকানে বসে ছিল। এ সময় ৫-৬ জনের একটি দল বিভিন্ন ধারাল অস্ত্রে সজ্জিত হয়ে তার ওপর আক্রমণ করে। উপর্যুপরি ধারাল অস্ত্রের আঘাতে তার অবস্থা শঙ্কটাপন্ন হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান।

গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক জানান, হাসপাতালে পৌঁছার আগেই তার মৃত্যু হয়েছে।  

গোবিন্দগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ বলেন, জমি নিয়ে প্রতিবেশীর সাথে এমরান আলীর বাবার দীর্ঘদিনের দ্বন্দ্ব ছিল। তাদের মধ্যে দুটি মামলা রয়েছে। এই জমিজমা সংক্রান্ত বিবাদের জের ধরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে তার মৃত্যু হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে। মামলা দায়ের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  জমি সংক্রান্ত বিরোধ   প্রকৌশলীকে হত্যা   আসামি আটক   গাইবান্ধা  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close