ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

নাইক্ষ্যংছড়িতে বিএনপির ২ নেতা বহিষ্কার
প্রকাশ: শনিবার, ৪ মে, ২০২৪, ৭:৪৫ পিএম আপডেট: ০৪.০৫.২০২৪ ৮:৩০ পিএম  (ভিজিট : ৩৪৯)
দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ার অভিযোগে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দুই নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। শনিবার (৪ মে) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দ্বিতীয় ধাপে ২১ মে অনুষ্ঠিত হতে যাওয়া নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে ভাইস চেয়ারম্যান পদে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ কামাল উদ্দিন চশমা প্রতীক ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাবেক মহিলা দলের সভাপতি হামিদা চৌধুরী পদ্মফুল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই অভিযোগেই দল তাদের বহিষ্কার করেন।

এ বিষয়ে উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক আব্দুল আলীম বাহাদুর নিশ্চিত করে জানান, বিএনপির এই দুই নেতাকে দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ার অভিযোগে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারের চিঠি আমরা হাতে পেয়েছি।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  উপজেলা নির্বাচন   বিএনপি নেতা বহিষ্কার   নাইক্ষ্যংছড়ি  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close