ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

ধান কাটতে গিয়ে হিটস্ট্রোকে দিনমজুরের মৃত্যু
প্রকাশ: বুধবার, ১ মে, ২০২৪, ৪:০০ পিএম  (ভিজিট : ৫২৬)
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় জমিতে ধান কাটতে গিয়ে তীব্র তাপদাহে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। বুধবার (১ মে) সকাল ১১টার দিকে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের ফকির পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত ওই দিনমজুরের নাম আবুল হোসেন (৫৫)। তার বাড়ি বুড়াবুড়ি ইউনিয়নের ফকির পাড়া এলাকায়।

বিষয়টি নিশ্চিত করেছেন বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আসাদুজ্জামান খন্দকার। তিনি স্থানীয়দের বরাত দিয়ে বলেন, নিহত আবুল হোসেন দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করেন। প্রতিদিনের ন্যায় আজও অন্যের জমিতে কাজ করতে যায়। সকাল ১১টার দিকে জমিতে ধান কাটার সময় তীব্র রোদ ও গরমে স্ট্রোক করে তিনি মারা যান। ধারণা করা হচ্ছে, হিটস্ট্রোকে তিনি মারা গেছেন।

উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা জানান, হিটস্ট্রোকে একজন মারা গেছেন বিষয়টি শুনেছি। তবে তার বাড়ি কুড়িগ্রাম সদর উপজেলায়।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  হিটস্ট্রোকে দিনমজুরের মৃত্যু   কুড়িগ্রাম   




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close