ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

কলাপাড়ায় বজ্রপাতে ৩ গরুর মৃত্যু, দিশেহারা কৃষক
প্রকাশ: বুধবার, ১ মে, ২০২৪, ২:১৬ পিএম  (ভিজিট : ৪৯০)
পটুয়াখালীর কলাপাড়ায় বজ্রপাতে রাজ্জাক হাওলাদার রাজা মিয়া নামের এক কৃষকের তিনটি গরুর মৃত্যু হয়েছে। 

বুধবার (১ মে) ভোর রাতে দিকে উপজেলার চম্পাপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের শরীফ বাড়ির পশ্চিম পাশের বিলে এ গরু তিনটির মৃত্যু হয়। এতে কৃষক রাজ্জাক মিয়ার প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।

দরিদ্র কৃষক রাজ্জাক হাওলাদার রাজা জানান, অতিরিক্ত গরমের কারণে রাতে গরুগুলো বাহিরে বেঁধে রেখেছিলাম। রাত তিনটার দিকে বজ্রপাতের কারণে গরুগুলো মারা গিয়েছে। রাতে বুঝতে পারিনি, সকালে উঠে বিলে গিয়ে গরু তিনটি মরা দেখতে পাই। এগুলো আমার খুব শখের গরু ছিলো। এ গরু তিনটির বর্তমান বাজার মূল্য দুই লাখ টাকার বেশি।

কলাপাড়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা (দ্বায়িত্ব প্রাপ্ত) ডা. মো. জামাল উদ্দিন জানান, ঘনটা স্থলে প্রাণী সম্পদ অধিদপ্তরের লোক পাঠানো হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। 

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  বজ্রপাতে গরুর মৃত্যু   দিশেহারা কৃষক   পটুয়াখালী-কলাপাড়া  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close