ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

আচরণবিধি লঙ্ঘন, ভাইস চেয়ারম্যান প্রার্থী চম্পাকে জরিমানা
প্রকাশ: মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ৭:৪৩ পিএম  (ভিজিট : ৫৫৪)
চট্টগ্রামের মিরসরাইয়ে উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা ভোটারদের দ্বারে ছুটছেন। তবে এরইমধ্যে আচরণবিধি লঙ্ঘনের দায়ে এক মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৩০ এপ্রিল) মিরসরাই উপজেলা পরিষদ মিলনায়তনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বিবি কুলসুমা চম্পা (পদ্মফুল) মাসিক আইন-শৃঙ্খলা সভা চলাকালীন লিফলেট বিতরণ করলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে জরিমানা করেন মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী। 

মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী জানান, নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করে উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক আইন-শৃঙ্খলা সভা চলাকালীন পদ্মফুল প্রতীকের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বিবি কুলসুমা চম্পা তার নির্বাচনী লিফলেট বিতরণ করছিলেন। এমন অভিযোগে পদ্মফুল প্রতীকের প্রার্থী বিবি কুলসুমা চম্পাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার পাশাপাশি ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়।

মিরসরাই উপজেলা পরিষদের নির্বাচনে প্রতীক বরাদ্দের পর থেকেই নির্বাচনী এলাকায় প্রার্থীদের ব্যানার পোস্টারে ছেয়ে গেছে। মাইকে বাজছে পছন্দের প্রার্থীর পক্ষে প্রচারণা। তীব্র গরম উপেক্ষা করেই প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে। ভোটার টানতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।

জানা গেছে, আগামী ৮ মে অনুষ্ঠিতব্য মিরসরাই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছে। তবে সবচাইতে বেশি আলোচনায় রয়েছে ঘোড়া প্রতীকের প্রার্থী শেখ মোহাম্মদ আতাউর রহমান ও কাপ-পিরিচ প্রতীকের প্রার্থী এনায়েত হোসেন নয়নের নাম।

সময়ের আলো/আরআই




আরও সংবাদ   বিষয়:  উপজেলা নির্বাচন   আচরণবিধি লঙ্ঘন   প্রার্থীকে জরিমানা   মিরসরাই   চট্টগ্রাম  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close