ই-পেপার রোববার ৬ অক্টোবর ২০২৪
রোববার ৬ অক্টোবর ২০২৪

পুকুরে পড়ে যাওয়া ভাইকে বাচাঁতে গিয়ে ডুবলো আরেক ভাই
প্রকাশ: সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১১:১০ পিএম  (ভিজিট : ৪৮৬)
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নোয়াখালীর কবিরহাটে গোসল করতে নেমে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার বাটইয়া ইউনিয়নের গাজীরবাগ গ্রামের হাছন আলী জমাদার বাড়িতে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই শিশু হলো- মো. হামদান (৭) ও তার ছোট ভাই মো. হাসান (৫)। তারা উপজেলার বাটইয়া ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের গাজীরবাগ গ্রামের হাছন আলী জমদার বাড়ির হারুন হুজুরের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য ইকবাল হোসেন দুলাল জানান, দুই ভাই দুপুরের দিকে তাদের বাড়ির সামনে মসজিদের পুকুরে গোসল করতে যায়। তখন মসজিদের হুজুর মসজিদ পরিষ্কারের কাজে ব্যস্ত ছিল। ওই সময় এক ভাই পুকুরের পানিতে পড়ে গেলে আরেক ভাই তাকে বাঁচাতে গেলে পানিতে ডুবে দুই ভাইয়েরই মৃত্যু হয়। পরে পরিবারের সদস্যরা তাদের অনেকক্ষণ দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে মসজিদের পুকুরে তাদের ভাসতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুই জনকে মৃত ঘোষণা করেন। 

হাসান স্থানীয় একটি নূরানি মাদরাসায় নার্সারিতে এবং হামদান প্রথম শ্রেণিতে পড়তো। সন্ধ্যার দিকে তাদের পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ন কবির বলেন, এ বিষয়ে পুলিশকে কেউ অবহিত করেনি।  

সময়ের আলো/আরআই




আরও সংবাদ   বিষয়:  পুকুরে ডুবে শিশুর মৃত্যু   নোয়াখালী   




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close