ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

সরিষাবাড়ীতে ইস্তিসকার নামাজ আদায়
প্রকাশ: রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১১:৩২ এএম  (ভিজিট : ১০৬৪)
তীব্র তাপদাহে আল্লাহ তায়ালার রহমতের বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায় করেছেন সরিষাবাড়ী উপজেলাবাসী। চলমান প্রচণ্ড তাপপ্রবাহে  সৃষ্টিকর্তার অনুগ্রহ লাভের জন্য নামাজ শেষে দুই হাত তুলে কান্নাকাটি করেন হাজারো মুসুল্লি।

রোববার (২৮ এপ্রিল) সকালে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার সাত গম্বুজ জামে মসজিদ ও গণময়দান মাঠে নামাজে ইস্তিসকায় অংশ নিয়েছেন নানান বয়সের মুসুল্লি।

নামাজের আগে নসিহতপূর্ণ বক্তব্য ও দুই রাকাত নামাজে ইস্তিসকা আদায় শেষে আল্লাহতালার দরবারে অনুগ্রহ লাভের জন্য এ সময় দুহাত তুলে মোনাজাতে কান্নাকাটিও করেন তারা। নামাজের ইমামতি করেন ড. জুবায়দুর ইসলাম ও দোয়া প্রার্থনা করেন ইমাম ইসরাফিল হোসেন।

সাত গম্বুজ মসজিদ কমিটির সাধারণ সম্পাদক বাশিরুল ইসলাম সেলিম বলেন, দীর্ঘদিন ধরে অনাবৃষ্টির কারণে অতিরিক্ত তাপদাহে মানুষ, পশুপাখিসহ সবাই খুব কষ্টে আছে। প্রিয়নবী (সা.) অনাবৃষ্টির কারণে লোকদেরকে নিয়ে মাঠে বেরিয়ে যেতেন এবং ইস্তিসকা তথা বৃষ্টি প্রার্থনার নামাজ আদায় করতেন। আমরা আজকে সেই ধারাবাহিকতায় বৃষ্টির আশায় নামাজ পড়ে তীব্র তাপদাহ থেকে মুক্তির জন্য দোয়া প্রার্থনা করলাম।


সময়ের আলো/এএ/




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close