প্রকাশ: রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ৭:৪২ এএম (ভিজিট : ৬৭০)
খালি গায়ে হাফপ্যান্ট পরে ইয়াবা সেবন করছিলেন ইউপি সদস্য ওমর ফারুক মুন্সি। মাদক সেবনের এমন ছবি ফেসবুকে ভাইরাল হয়। কিন্তু ভাইরাল ঘটনাটি নিয়ে সংবাদ প্রকাশের জেরে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার দুই সাংবাদিক এবং একজন আওয়ামী লীগ নেতাসহ ৬ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। এতে এলাকাবাসীর মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। শনিবার মামলার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
মামলার বাদী লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর মার্টিন ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য ওমর ফারুক মুন্সি। আসামিরা হলেন, দৈনিক আজকের পত্রিকার কমলনগর উপজেলা প্রতিনিধি মো. ইব্রাহীম, দৈনিক গণমুক্তি পত্রিকার কমলনগর উপজেলা প্রতিনিধি মুহাম্মদ শোরাফ উদ্দিন স্বপন, কমলনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চরমার্টিন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মুকবুল আহম্মদ বকুল, চরমার্টিন এলাকার বাসিন্দা ওমান প্রবাসী জহিরুল ইসলাম, প্রবাসী নিজাম উদ্দিন লিটন এবং স্থানীয় মুন্সীগঞ্জ বাজারের ব্যবসায়ী রাজিব হোসেন।
স্থানীয়ভাবে জানা গেছে, গত মার্চ মাসের শেষ সপ্তাহে স্থানীয় ওই ইউপি সদস্যের মাদকসেবনের একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়। ছবিতে দেখা গেছে ইউপি সদস্য খালি গায়ে লুঙ্গি পরে মুখে কলমের মতো কিছু একটা দিয়ে নিচের দিকে তাকিয়ে সাদা কী যেন মুখে টানছেন। তার পাশে একটি টেবিলে সিগারেটের প্যাকেট, ছাইদানি, কোমলপানীয় স্পিডের বোতল পড়ে রয়েছে। পেছনে আরেকটি চেয়ার খালি পড়ে আছে। জনপ্রতিনিধির ছবিটি প্রকাশ্যে আসার পর স্থানীয়দের মধ্যে সমালোচনার শুরু হয়েছিল।
এসব বিষয়ে ওমর ফারুক মুন্সির সঙ্গে কথা বলতে টানা ২ দিন চেষ্টা করেও ফোনে কিংবা সরাসরি তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এদিকে ওই ইউপি সদস্যের ইয়াবা সেবনের ছবি সামাজিক মাধ্যমে প্রকাশের পর গত ১ এপ্রিল স্থানীয় মুন্সীগঞ্জ বাজারে মানববন্ধন করেছিল স্থানীয় এলাকাবাসী। এলাকায় মাদক ছড়িয়ে দেয়ার অপরাধে ইউপি সদস্যকে গ্রেফতারের দাবি জানানো হয়েছিল মানববন্ধনে। তবে ঘটনার প্রায় এক মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত ইউপি সদস্যদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে লক্ষ্মীপুর অনলাইন সাংবাদিক ফোরাম, কমলনগর প্রেস ক্লাবসহ একাধিক সাংবাদিক নেতারা।
সময়ের আলো/আরএস/