ই-পেপার সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪
সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪
ই-পেপার

সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪

দিনাজপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক ও হেলপার নিহত
প্রকাশ: শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১১:০৮ এএম  (ভিজিট : ৫১২)
দিনাজপুরের ঘোড়াঘাটে ভুট্টা ও সার বোঝাই দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক ও হেলপারের মর্মান্তিক ভাবে মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৬ এপ্রিল) ভোর ৬টায় উপজেলার টিএন্ডটি বাসস্ট্যান্ড ও মিশন মোড় এর মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনাটি সংঘটিত হয়।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, দিনাজপুর থেকে আসা ঢাকাগামী ভুট্টা বোঝাই একটি ট্রাক যাহার নাম্বার (ঢাকা মেট্রো- ট ২০-৬৬৪৯) এবং অপরদিক থেকে আসা দিনাজপুরগামী সার বোঝাই একটি ট্রাক যাহার নাম্বার (ঝিনাইদহ- ট ১১-১৬৪৬) ভোর ৬টায় ঘটনাস্থলে এসে পৌছলে ট্রাক দুটির মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনা সংঘটিত হয়।

মোবাইলে খবর পেয়ে ঘটনার আধাঘণ্টা মধ্যে ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ঢাকাগামী ট্রাকের চালক ও হেলপারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল কর্মকর্তা সাদ-আস শামস তাদেরকে মৃত্যু ঘোষণা করে। অপরদিকে দিনাজপুরগামী ট্রাকের চালক ও হেলপার দুর্ঘটনা হওয়ার পরপরই পালিয়ে গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর আতাউর রহমান।

এ ঘটনায় ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ জানান, আমরা এ বিষয়টি নিয়ে কাজ করছি। খুব দ্রুতই রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। এ ঘটনায় তদন্ত করে যারা দোষী তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।


সময়ের আলো/এএ/




এই ক্যাটেগরির আরো সংবাদ


https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close