ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

অভয়নগরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা
প্রকাশ: বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ৯:৫২ পিএম  (ভিজিট : ৪৩৮)
যশোরের অভয়নগরে গলায় ফাঁস দিয়ে আসমা খাতুন (২৩) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে। বুধবার (২৪ এপ্রিল) সকালে উপজেলার ধোপাদী গ্রামের পূর্বপাড়া এলাকার রোস্তম মোল্যার বাড়িতে এ ঘটনাটি ঘটেছে। 

নিহত আসমা নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্রী ছিলেন। এ ঘটনায় অভয়নগর থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

জানা যায়, অভয়নগর উপজেলার ধোপাদী গ্রামের রোস্তম মোল্যার ছোট ছেলে তুহিন মোল্যার সাথে ৬ বছর আগে আসমা খাতুনের বিয়ে হয়। আসমা খাতুন মনিরামপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাবু শেখের মেয়ে। বিয়ের পর থেকে বিভিন্ন সময়ে পারিবারিক কলহ সৃষ্টি হয়। তারই ধারাবাহিকতায় গতকাল (মঙ্গলবার) রাতে শ্বশুর-শাশুড়ির সাথে আলাদা হওয়া নিয়ে স্বামী তুহিনের সাথে বাকবিতণ্ডা হয়। সকালে আসমার স্বামী তুহিন ইজিবাইক চালাতে গেলে নিজ ঘরের সিলিং এর হুকের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। কিছুক্ষণ পরেই স্থানীয়রা উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক  ডা. সোহানা আজমীন উর্মী তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আসমা খাতুনের মা অভিযোগ করে বলেন, আমার মেয়েকে শ্বশুরবাড়ির লোকজন সব সময় অত্যাচার করতো। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। মৃত্যুর কিছুক্ষণ আগে মায়ের সাথে মোবাইল ফোনে কথা বলে আসমা খাতুন। 

অভিযোগ অস্বীকার করে আসমা খাতুনের শ্বশুর রোস্তম মোল্যা বলেন, ঘটনার সময় আমি ও আমার ছেলেরা কেউ বাড়িতে ছিলো না। 

এদিকে আসমা বেগমের স্বামী তুহিন মোল্যার মুঠোফোনে কল করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়। 

এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আকিকুল ইসলাম বলেন, আসমা খাতুন নামের একজন গৃহবধূ আত্মহত্যা করেছে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। লাশ ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এটা আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা ময়নাতদন্তের আগে বলা যাবেনা।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  গৃহবধূ আত্মহত্যা   অভয়নগর-যশোর  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close