প্রকাশ: বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ৫:০৩ পিএম আপডেট: ২৪.০৪.২০২৪ ৫:০৪ পিএম (ভিজিট : ৪৬৩)
টাঙ্গাইলের ঘাটাইলে ৫টি গরুসহ গাড়ি রেখে পালিয়েছে চোরচক্রের সদস্যরা। এ সময় স্থানীয় বিক্ষুব্ধ জনতা গরু নামিয়ে গাড়িতে আগুন ধরিয়ে দেয়। বুধবার (২৪ এপ্রিল) সকালে উপজেলার জামুরিয়া ইউনিয়নের গালা গ্রামে এ ঘটনা ঘটেছে।
স্থানীয় ইউপি সদস্য সবুজ মিয়া জানান, গরুসহ একটি ট্রাক লোকের পাড়া ইউনিয়নের পাঁচটিকরী নামক এলাকায় আসলে জনমনে সন্দেহ হয়। পরে ধাওয়া করলে দ্রুত যাওয়ার চেষ্টা করে। এতে এক যুবক গাড়ি গতিরোধ করার চেষ্টা করলে তাকে মারপিট করে নামিয়ে দেয়। পরে গাড়িটি জামুরিয়া ইউনিয়নের বীরসিংহ নদীর পাড়ে এলে মালবাহী দুইটা কাভার্ডভ্যান সামনে পড়ে। তারা সাইট না দেয়ায় ওভারটেক করতে গালা মোড়ে একটি চা স্টলের ছাইলা ভেংগে নদীর পাড় পর্যন্ত চলে যায়। পরে ওখানে ৫টি গরুসহ গাড়ি রেখে চোর ও চালক চম্পট দেয়। ইতিমধ্যে পাচটিকড়ী থেকে ২/৩‘শ জনের মতো বিক্ষুব্ধ জনতা এসে গরু গুলো নামিয়ে আগুন লাগিয়ে দেয়।
ঘাটাইল থানা অফিসার ইন চার্জ আবু ছালাম মিয়া বলেন, সকাল ৭টার দিকে কোথা থেকে গরু চুরি করে নিয়ে যাচ্ছিল। চুরি করে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসীর সন্দেহ হলে ধাওয়া করে। এতে চোর ও চালক পালিয়ে যায়। গরুগুলো আমাদের হেফাজতে রয়েছে। গাড়ির মালিককে খোঁজ করার চেষ্টা চলছে।
সময়ের আলো/আরআই