ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

পুঠিয়ায় কেঁদে কেঁদে বৃষ্টির আশায় ইস্থেসকার সালাত আদায়
প্রকাশ: মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১১:৪৮ পিএম  (ভিজিট : ৩৪৪)
সারাদেশে তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবন, প্রখর দাবদাহ থেকে রক্ষা পেতে রাজশাহীর পুঠিয়ার পরেশ নারায়ন সরকারি উচ্চ বিদ্যালয় (পিএন) মাঠে বাংলাদেশ ওলামা পরিষদের উদ্যোগে আয়োজন করা হয় ইস্তেসকার সালাত।

মঙ্গলবার (২৩ এপ্রিল) বাদ জোহর ওই এস্তেজকার নামাজ আদায় করেন মুসল্লিরা।

এ সময় মুসল্লিরা কেঁদে কেঁদে আল্লাহর দরবারে দুই হাত তুলে রাজশাহী তথা পুরো বাংলাদেশ এবং সারা পৃথিবীতে বৃষ্টি বর্ষণের জন্য দোয়া খায়ের করেন।

এ সময় নামাজে উপস্থিত মশিউর রহমান নামের এক মুসল্লী বলেন, বৃষ্টি না থাকায় আমাদের এলাকায় বিভিন্ন ধরনের ফসল ও ফল ফলাদি নষ্ট হয়ে যাচ্ছে এমনকি আমের গুটিগুলো ঝরে পড়ছে। পাশাপাশি বৃষ্টি না হওয়ায় মানুষ অনেক কষ্টে রয়েছেন তাই আমরা সবাই মিলে আল্লাহর দরবারে ফরিয়াদ করে বৃষ্টি কামনা করেছি। বৃষ্টি চেয়েছি।

অন্য আরেকজন মুসল্লী খাদেমুল ইসলাম বলেন, হঠাৎ বৃষ্টি বন্ধ হয়ে যাওয়া আল্লাহ তায়ালার এক ধরনের আসমানী গজব। তাই আমরা মুসল্লিরা এই প্রখর রোদের মধ্যে আল্লাহর কাছে দুহাত তুলে ফরিয়াদ করে বৃষ্টি চেয়েছি। পাশাপাশি দু'রাকাত ইস্তেস্কার সালাত আদায় করেছি। আল্লাহ আমাদের এই মোনাজাত টুকু কবুল করুন।

এসময় ওলামা পরিষদের নেতৃবৃন্দসহ এলাকার আরো বহু মুসল্লিরা ওই ইস্তেজকার নামাজে শরিক হন এবং দোয়া করেন।

সময়ের আলো/জিকে




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close