ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

উপজেলা পরিষদ নির্বাচন
মাগুরা সদর ও শ্রীপুরে ২৪ প্রার্থীর প্রতীক বরাদ্দ
প্রকাশ: মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ৯:২২ পিএম  (ভিজিট : ৮১০)
৬ষ্ঠ উপজেলা পরিষদের সাধারণ নির্বাচনে প্রথম ধাপে মাগুরা সদর ও শ্রীপুর উপজেলায় ২৪ জন চূড়ান্ত প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল ১০টায় জেলা নির্বাচন অফিস মিলনায়তনে প্রার্থীদের মাঝে এ প্রতীক বিতরণ করেন জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. মাসুদুর রহমান।

এ সময় উপজেলা সহকারী নির্বাচন অফিসার মো. শরিফুল ইসলাম, সদর ও শ্রীপুর উপজেলার প্রার্থীরা উপস্থিত ছিলেন।

মাগুরা সদর উপজেলায় চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রানা আমীর ওসমান (মোটর সাইকেল), মীর আব্দুল কুদ্দুস (ঘোড়া ), জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন (আনারস ),আওয়ামী লীগ নেতা উত্তম কুমার বিশ্বাস (দোয়াত-কলম) ও জেলা আওয়ামী লীগের প্রচার-প্রকাশনা সম্পাদক মো. রেজাউল ইসলাম (হেলিকপ্টার)।

ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ নেতা বাহারুল ইসলাম (টিউবওয়েল), আপেল মাহমুদ (মাইক) ও জেলা জাতীয় পার্টির যুগ্ম-সম্পাদক সমুন কুমার ঘোষ (উড়োজাহাজ)।

মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মোসা. সোনিয়া সুলতানা (কলস), রুখসানা ইয়াসমিন নাজু (ফুটবল), মিনতী রানী দত্ত (পদ্মফুল) ও শারমিন আক্তার রোজী (হাঁস) মার্কা প্রতীক পেয়েছেন।

অপরদিকে, শ্রীপুর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী শরিয়াতউল্লাহ হোসেন মিয়া (মোটর সাইকেল), এম এম মোতাসিম বিল্লাহ (ঘোড়া), মিয়া মাহমুদুল গণি (দোয়াত-কলম) ও খোন্দকার আসরার এলাহী (আনারস)।

ভাইস চেয়ারম্যান- প্রার্থী বাবুল রেজা (টিউবওয়েল ), প্রান্ত কুমার চাকী (উড়োজাহাজ), কাজী জালাল উদ্দিন (তালা), মো. আলীনুর রহমান (টিয়াপাখি) ও খাইরুল আলম (চশমা)।

মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী- নারগিস সুলতানা (ফুটবল ), জোয়ারদার স্বর্ণালী (কলস) ও কৃষ্ণা রাণী দাস (হাঁস) মার্কা প্রতীক পেয়েছেন।

মাগুরা জেলা নির্বাচন অফিসার ও রির্টানিং অফিসার মাসুদুর রহমান বলেন, মাগুরা সদর ও শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে চূড়ান্ত ২৪ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। নির্বাচনের আচরণ বিধি সংক্রান্ত সকল বিষয় প্রার্থীদের অবহিত করা হয়েছে। মঙ্গলবার দুপুর ২টার পর থেকে প্রত্যেক প্রার্থী প্রচার-প্রচারণা শুরু করতে পারবেন। একজন প্রার্থী তার নিজ এলাকায় রাত ৮টা পর্যন্ত মাইকিং করতে পারবেন। প্রচার-প্রচারণায় সংযোগের কাজ করতে হলে সাথে ৫ জনের বেশি নেওয়া যাবে না। নির্বাচনী প্রার্থীরা প্রতি ওয়ার্ডে ও প্রতি ইউনিয়নের একটি করে নির্বাচনী অফিস ব্যবহার করতে পারবেন। এ নির্বাচনে প্রচার-প্রচারণা শেষ হবে আগামী ৬ মে রাত ১২টা পর্যন্ত। এ সময়ের মধ্যে প্রত্যেক প্রার্থী তার প্রচার-প্রচারণা সম্পন্ন করতে হবে। এ নির্বাচনে ভোট গ্রহণ হবে ৮ মে।

সময়ের আলো/জিকে




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close