ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

বড়াইগ্রামে হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু
প্রকাশ: মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ৮:০৯ পিএম  (ভিজিট : ৪৪৬)
নাটোরের বড়াইগ্রামে দুপুরের তীব্র তাপদাহের মধ্যে কৃষি জমিতে কাজ করতে গিয়ে এক কৃষকের মুত্যু হয়েছে। নিহত কৃষকের নাম রকুল হোসেন(৩০)। সে গাড়ফা উত্তরপাড়া গ্রামের হাজী আব্দুর রহিমের ছেলে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চান্দাই ইউনিয়নের সাতইল বিলে তার মৃত্যু হয়।

স্থানীয় গ্রাম্য চিকিৎসক আসাদুজ্জামান রঞ্জু জানান, সকাল থেকে কৃষি জমিতে কাজ করছিলো সে। তীব্র তাপদাহ সহ্য করতে না পেরে পাশের জলাশয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু সেখানে পোঁছানোর আগেই কাছাকাছি স্থানে মৃত্যুর কোলে ঢলে পড়ে সে। পরে স্থানীয় অন্যান্য কৃষকরা টের পেয়ে তার মৃতদেহ উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেয়।

চান্দাই ইউপি চেয়ারম্যান শাহানাজ পারভিন ঘটনার সত্যতা স্বীকার বলেন, তীব্র তাপদাহের মধ্যে কৃষি জমিতে কাজ করার সময় কৃষক রকুল হোসেনের মৃত্যু হয়।

সময়ের আলো/জিকে




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close