ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

কয়েলের আগুনে ঘরবাড়ি সহ গবাদি পশু পুড়ে ছাই
প্রকাশ: মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ৩:১১ পিএম  (ভিজিট : ৩৩৪)
নাটোরের বাগাতিপাড়ায় কয়েলের আগুনে ছয়টি পরিবারের গবাদিপশু সহ ৮টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। পুড়ে মারা গেছে তিনটি ছাগল ও একটি গরু, আহত হয়েছে আরেকটি গরু।

সোমবার (২২ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার পাঁকা ইউনিয়নের চিথলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের কিরাম উদ্দিন, মধু মন্ডল, মর্জিনা বেগম, হিরা বেগম, সাবান মন্ডল এবং সুজন আলীর বাড়িতে আগুন লেগে গরু-ছাগলসহ ঘরে থাকা আসবাবপত্র, নগদ অর্থ, বিভিন্ন মালামাল এবং জরুরি কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে। সুজন আলীর গোয়ালে দেয়া মসার কয়েল থেকে এই অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে জানান স্থানীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে দয়ারামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) ফজলুর রহমান জানান, লালপুর ও দয়ারামপুর ফায়ার সার্ভিস টিমের যৌথ প্রচেষ্টায় প্রায় তিন ঘণ্টার ব্যবধানে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এতে ভুক্তভোগীদের ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।


সময়ের আলো/এএ/




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close