ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

নড়াইলের সিভিল সার্জন অফিসে নিয়োগের ফল বাতিল, পুনরায় পরীক্ষার দাবি
প্রকাশ: সোমবার, ২২ এপ্রিল, ২০২৪, ৪:৫৪ পিএম  (ভিজিট : ৪২২)
নড়াইলের সিভিল সার্জন অফিসের চলমান নিয়োগ পরীক্ষার ফলাফল বাতিল ও পুনরায় পরীক্ষার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সাধারণ নিয়োগ পরীক্ষার্থীদের ব্যানারে সোমবার (২২ এপ্রিল) দুপুরে কোর্ট চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

এ সময় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক স্বপনীল সিকাদার, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি পল্টু সিংহসহ সাধারণ পরীক্ষার্থীরা বক্তব্য দেন। 

বক্তা-গন বলেন, পরীক্ষার হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ফলাফল প্রকাশ করে সিভিল সার্জন অফিস এক নজির স্থাপন করেছে। দুর্নীতির মাধ্যমে অযোগ্য প্রার্থীদের পাশ করানো হয়েছে। এ ব্যাপারে তারা হুইপ মাশরাফী বিন মোর্ত্তজার হস্তক্ষেপ কামনা করে অনতিবিলম্বে নিয়োগ পরীক্ষার ফলাফল বাতিল করে পুনরায় পরীক্ষার ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেন। 

অপরদিকে নড়াইল জেলা সিভিল সার্জন ডা. সাজেদা বেগম মুঠোফোনে জানান, নিয়োগ পরীক্ষায় কোন ধরনের অনিয়ম হয়নি। সকল ধরণের বিধি বিধান মেনে পরীক্ষা নেয়া হয়েছে। যে অভিযোগ করা হচ্ছে তা সঠিক নয়।

উল্লেখ্য, জেলা সিভিল সার্জন অফিসের বিভিন্ন পদে গত ১৯ এপ্রিল লিখিত পরীক্ষা ও পরের দিন ২০ এপ্রিল তার ফলাফল প্রকাশ করে। মোট ৩ হাজার ৯৯১ জন আবেদনকারী মধ্যে থেকে মৌখিক পরীক্ষার জন্য ১৪৯ জনকে আহবান করা হয়েছে। 

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  সিভিল সার্জন অফিস   নিয়োগ পরীক্ষা   নড়াইল  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close