ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল রেল কর্মচারীর
প্রকাশ: শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭:৫৫ পিএম  (ভিজিট : ৪০৪)
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের উফারমারা গ্রামের ঘুন্টি বাজার সংলগ্ন রেললাইনে কাটা পড়ে মৃত্যু হয়েছে আব্দুর রাজ্জাক নামের এক যুবকের। শনিবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রাজ্জাক (৩৩) রংপুর জেলার মিঠাপুকুর থানার বলদীপুকুর গ্রামের মৃত সেকেন্দর আলীর ছেলে। আব্দুল রাজ্জাক রেলওয়েতে লালমনিরহাট শাখায় খালাসী পদে চাকরি করতেন। 

পুলিশ সূত্রে জানা যায়, আব্দুর রাজ্জাক পরিচিত হুমায়ুন কবির রুবেল এর বৌভাত অনুষ্ঠানের দাওয়াত খেতে ঐ ট্রেনেই বুড়িমারীতে আসেন। ঘটনাস্থলের অনেকেই জানান, ঘুন্টি বাজার হইতে রেললাইন দিয়ে কানে এয়ারফোন লাগিয়ে কথা বলতে বলতে হাটতে ছিলেন ঐ যুবক। এসময় কিছুক্ষণ আগে যাওয়া ট্রেনটি বুড়িমারী থেকে ফিরে আসা সেই ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় তার।

পাটগ্রাম রেলওয়ে স্টেশন মাষ্টার নুর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সে আমাদের রেলের খালাসী পদে চাকরি করতেন। বন্ধুর বাড়িতে বিয়ের দাওয়াত খেতে এসেছিল সকালে বুড়িমারী কমিনিউটর ৬৬ ডাউন ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তিনি। 

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাইদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিয়ে খেতে এসে ট্রেনে কাটা পরে মারা গেছেন তিনি। লালমনিরহাট রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে তারা ব্যবস্থা নিবে।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  রেল কর্মচারীর মৃত্যু   পাটগ্রাম   লালমনিরহাট  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close