ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

সুনামগঞ্জে বাজারে সংঘর্ষে আশঙ্কায় ১৪৪ ধারা জারি
প্রকাশ: শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ২:৪০ পিএম  (ভিজিট : ৪৬৬)
সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া বাজারে সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (২০ এপ্রিল) ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা বহাল থাকবে। এর আগে, শুক্রবার (১৯ এপ্রিল) রাতে এক আদেশে ১৪৪ ধারা জারি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মুস্তাফা মুন্না।

১৪৪ ধারার আদেশে বলা হয়, ছাতক উপজেলাধীন জাউয়া বাজার ইজারাকে কেন্দ্র করে বিভিন্ন পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে মর্মে ছাতক থানার অফিসার ইনচার্জ প্রতিবেদনে উল্লেখ করেছেন, ফলে আইনশৃঙ্খলার মারাত্মক অবনতিসহ রক্তক্ষয়ী সংঘর্ষের সম্ভাবনা দেখা দিয়েছে।

আগামী ২০ এপ্রিল সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত জাউয়া বাজার এলাকা ও তার আশেপাশের এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন লাঠি বা দেশীয় কোন অস্ত্র অথবা মাইকিং শব্দ যন্ত্র ব্যবহার অথবা একসঙ্গে পাঁচ জন ব্যক্তি চলাফেরা থেকে বিরত থাকার জন্য বলা হয়েছে।

ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মুস্তাফা মুন্না ১৪৪ ধারা জারীর বিষয়ে সত্যতা স্বীকার করেছেন।


সময়ের আলো/এএ/




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close