ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

পালিয়ে বাংলাদেশে আরও ১১ বিজিপি সদস্য
প্রকাশ: শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ১১:২৭ পিএম আপডেট: ১৯.০৪.২০২৪ ১১:৩৩ পিএম  (ভিজিট : ২২১)
ফাইল ছবি

ফাইল ছবি

মিয়ানমারে চলমান সংঘাতের জেরে দেশটির সীমান্ত রক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) আরও ১১ সদস্য পালিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছেন। তাদের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হেফাজতে রাখা হয়েছে। 

শুক্রবার (১৯ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম।

তিনি জানান, নতুন করে আরও ১১ জন আশ্রয় গ্রহণ করেছে। তার মধ্যে জীম্বংখালী হয়ে ৩ জন এবং হাতিমারাঝিরি হয়ে ৮ জন বিজিপি সদস্য আসেন। এখন পর্যন্ত মোট ২৮৫ জন বাংলাদেশে অবস্থান করছে।

এর আগে আজ (শুক্রবার) সকালে বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় নিয়েছেন দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিজিপির আরও ১৩ সদস্য। তারা বাংলাদেশ কোস্টগার্ড, টেকনাফ স্টেশনের কাছে আত্মসমর্পণ করেছেন। এ নিয়ে আজ মোট ২৪ জন পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিল।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  মিয়ানমার   বিজিপি সদস্য   বাংলাদেশ সীমান্ত  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close