ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

আবাদি জমিতে পুকুর খননে থানায় মামলা, গ্রেফতার ১
প্রকাশ: বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪, ১০:৫১ পিএম  (ভিজিট : ৪০২)
নাটোর সিংড়া পৌর এলাকার শৈলমারী মহল্লায় আবাদি জমিতে পুকুর খনন এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এর এলএলপি সেচ জিমের কয়েকশ ফুট ভূ-গর্ভস্থ সেচ নালা ও একটি আউটলেট ক্ষতিগ্রস্ত করার ঘটনায় এক্সকেভেটর (ভেকু) চালক সাইদুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৭ এপ্রিল) বেলা ১১টার দিকে ঘটনা স্থল থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ওই ব্যক্তি টাঙ্গাইল জেলা সদরের আলোক দিয়া গ্রামের বাসিন্দা মোন্নাফ আলী শেখের ছেলে। 

এরআগে গতকাল মঙ্গলবার বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এর সিংড়া জোন অফিসের সহকারী প্রকৌশলী মানিক রতন বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিগণকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সিংড়া পৌর এলাকার শৈলমারি মহল্লায় মৃত ইঞ্জিনিয়ার আবু সাঈদ এর প্রায় সাড়ে ১৬ বিঘা আবাদি জমি। ওই জমিতে পৌরসভার ১২ নং ওয়ার্ডের শৈলমারী মহল্লার পাটকল মৌজা যাহার জে,এল, নং,৩৭২, দাগ নং-৪১৩ তে সম্পূর্ণ সরকারি অর্থে প্রায় ২৫ লক্ষ টাকা ব্যয়ে একটি লো লিফট পাম্প (এলএলপি) স্থাপন ও ১০০০ মিটার ভূ-গর্ভস্থ সেচ নালা নির্মাণ করা হয়। গত বৃহস্পতিবার (১১ এপ্রিল) রাত ১১ টার দিকে অজ্ঞাত নামা বিবাদীগণ অবৈধ ভাবে এক্সকেভেটর (ভেকু) দ্বারা কৃষি জমিতে পুকুর খননের লক্ষ্যে মাটি খনন কালে উক্ত এলএলপি সেচ জিমের কয়েকশ ফুট ভূ-গর্ভস্থ সেচ নালা ও একটি আউটলেট ক্ষতিগ্রস্ত করে। এতে প্রায় একলক্ষ টাকা ক্ষতি হয়।

নাম প্রকাশ না করা শর্তে স্থানীয় একাধিক ব্যক্তি জানান, ঈদের বেশ কিছু দিন আগ থেকে শৈলমারি মহল্লায় মৃত ইঞ্জিনিয়ার আবু সাঈদের প্রায় সাড়ে ১৬-২০ বিঘা আবাদি জমিতে পুকুর খনন করে আসছিল সিংড়া পৌর এলাকার শাহীন ও স্থানীয় কাউন্সিলর কালাম। বিষয়টি জানার পর স্থানীয় পৌর মেয়র এবং উপজেলা প্রশাসন বন্ধ করে দেয়। কিন্তু ক‘দিন বন্ধ থাকার পর আবার শুরু হয়।

মামলার বাদী (বিএডিসি) সিংড়া জোন অফিসের সহকারী প্রকৌশলী মানিক রতন জানান, বাংলাদেশ সরকারের জাতীয় কৃষি নীতি অনুযায়ী সেচ কাজের জন্য ভূ-পরিস্থ পানিসম্পদ ব্যবহারে অগ্রাধিকার প্রদান করে লাগসই প্রযুক্তি ব্যবহার সম্প্রসারণের নির্দেশনা অনুসারে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) কর্তৃক প্রবহমান নদীর পানি সুষ্ঠু ব্যবহারের লক্ষ্যে উচ্চ ক্ষমতা সম্পন্ন পাম্প স্থাপন এবং জমি ও পানির অপচয় রোধে ইউপিভিসি পাইপের মাধ্যমে ভূ-গর্ভস্থ সেচ নালা নির্মাণ করছে। সেই প্রেক্ষিতে সেচ কাজে ভূ-পরিস্থ পানি ব্যবহারের লক্ষ্যে সিংড়া থানাধীন পৌরসভার শৈলমারী মহল্লার পাটকল মৌজায় সরকারি প্রায় ২৫ লক্ষ টাকা ব্যয়ে একটি লো লিফট পাম্প (এলএলপি) স্থাপন করা হয়। এতে স্থানীয় সেচ স্কিমের কৃষকগণ স্বল্প খরচে সেচ কাজে ভূ-পরিস্থ পানি ব্যবহার করে সরকারি সুবিধা ভোগ করে আসছেন। কিন্তু গত বৃহস্পতিবার আনুমানিক রাত ১১ ঘটিকায় অজ্ঞাত নামা বিবাদীগণ অবৈধ ভাবে এক্সকেভেটর (ভেকু) দ্বারা কৃষি জমিতে পুকুর খননের লক্ষ্যে মাটি খনন কালে উক্ত এলএলপি সেচ জিমের কয়েকশ ফুট ভূ-গর্ভস্থ সেচ নালা ও একটি আউটলেট ক্ষতিগ্রস্ত করে। এ ঘটনার আলোকে অভিযুক্ত বিবাদীগণের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তিনি থানায় মামলা করেছেন।

এ ব্যাপারে নাটোরের জেলা প্রশাসক আবু নাসের ভুইঞা জানান, তার নির্দেশনায় সম্প্রতি সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসতেহাক আহমেদকে পাঠানো হয়েছিল। আবাদি জমিতে পুকুর খনন বন্ধ করাসহ এক্সকেভেটর (ভেকু) এর যন্ত্রাংশ খুলে নিয়ে আসা হয়। এসব ব্যাপারে মোবাইল কোর্ট পরিচালনাসহ নিয়মিত অভিযান চলমান রয়েছে।  

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  আবাদি জমিতে পুকুর খনন   থানায় মামলা   গ্রেফতার   নাটোর   সিংড়া  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close