ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

সালিশে যুবকের কিল-ঘুষিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু
প্রকাশ: মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৭:০৩ পিএম আপডেট: ১৭.০৪.২০২৪ ১২:৪৪ এএম  (ভিজিট : ৭১০)
নিহত সুরুজ আলী প্রধান। ফাইল ছবি

নিহত সুরুজ আলী প্রধান। ফাইল ছবি

চাঁদপুরের মতলব উত্তরে পারিবারিক একটি সালিশ বৈঠকে সুরুজ আলী প্রধান (৬৪) নামে এক ব্যক্তিকে ঘুষি দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পরপরই অভিযুক্ত কবির হোসেন পাটোয়ারী পালিয়ে যায়।

মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের মাইজকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। 

হত্যার শিকার সুরুজ আলী প্রধান মাইজকান্দি গ্রামের মৃত কালু প্রধানের ছেলে। তিনি ফরাজিকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য।

মতলব উত্তর থানা পুলিশ জানায়, ফরাজীকান্দি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার সুরুজ আলী প্রধানের বাড়ি সংলগ্ন পাটোয়ারী বাড়িতে জমি সংক্রান্ত বিষয় নিয়ে সালিশ বৈঠকে বসেন। ওইসময় একই বাড়ির রহমত উল্লাহ পাটোয়ারীর ছেলে কবির হোসেনকে (৩১) সাবেক মেম্বার সুরুজ আলী প্রধান শাসন সরূপ থাপ্পড় দিলে কবির হোসেন পাল্টা কিল-ঘুষি দেয়। কিল-ঘুষির আঘাতে সাবেক মেম্বার সুরুজ আলী প্রধান ঘটনাস্থলে অসুস্থ হয়ে পড়েন। স্থানীয় লোকজন তাকে চিকিৎসার জন্য মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক স্বাস্থ্য পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

সালিশি বৈঠকের বিষয়টি নিশ্চিত করে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন বলেন, ঘটনাটি তদন্ত চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  সালিশ বৈঠক   মৃত্যু   চাঁদপুর   




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close