ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

রেকর্ড ৪০.৬ ডিগ্রি তাপমাত্রায় পুড়ছে চুয়াডাঙ্গা
প্রকাশ: মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৪:৫৫ পিএম  (ভিজিট : ৬৬৮)
বৈশাখের শুরুতে চুয়াডাঙ্গা তীব্র তাপ প্রবাহে পুড়ছে। একদিনের ব্যবধানে তাপমাত্রা বেড়েছে ২ ডিগ্রি সেলসিয়াস। গরমে হাঁসফাঁস অবস্থা জনজীবনে। মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুর ৩টায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ২৭ শতাংশ।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক রকিবুল হাসান জানান, চুয়াডাঙ্গার উপর দিয়ে মাঝারি থেকে তীব্র তাপ প্রবাহ বয়ে যাচ্ছে। বৈশাখের শুরুতে গরমে মানুষ হাঁপিয়ে উঠছে। তাপমাত্রা গত তিনদিন ধরে বাড়তে শুরু করেছে। একদিনের ব্যবধানে ২ ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। 

এদিন দুপুর ৩টায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০.৬ ডিগ্রি সেলসিয়াস। জেলায় এ মৌসুমের সর্বোচ্চ। বাতাসে আর্দ্রতা ছিল ২৭ শতাংশ। দুপুর ১২টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল ৪৩ শতাংশ। গতকাল (সোমবার) চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল সর্বোচ্চ ৩৮.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল ৫০ শতাংশ।

তাপমাত্রা প্রতিদিনই বাড়বে। তাপমাত্রা ও আর্দ্রতা বাড়তে থাকলে জনজীবনে গরম বেশি অনুভূত হবে।

সরেজমিনে দেখা গেছে, হঠাৎ করে জেলায় গরম বেড়ে যাওয়ায় সড়কে মানুষের চলাচল অনেক কম। রাস্তা দিয়ে গরমের উঠছে। গরমে মানুষের শরীর পুড়ে যাচ্ছে। মানুষ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছে না। অনেকে গাছতলায় শুয়ে বসে থাকছে।    

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা   চুয়াডাঙ্গা   আবহাওয়া অফিস  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close