প্রকাশ: বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪, ১০:৫১ এএম (ভিজিট : ৩৬০)
ব্রাহ্মণবাড়িয়া যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করা হয়েছে। বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ৮ টায় শহরের কাজীপাড়াস্থ জেলা ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন জেলা জামে মসজিদের খতিব হযরত মাওলানা সিবগাহতুল্লাহ নূর।
নামাজে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী, জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান আলম,সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি পেশার ধর্মপ্রাণ মুসল্লিগন অংশ গ্রহণ করেন। পরে দেশ, জাতি ও বিশ্বমুসলিম উম্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়াও শহরের টেংকের পাড় জামে মসজিদ, সদর হাসপাতাল জামে মসজিদ, শেরপুর জামে মসজিদসহ জেলার বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
সময়ের আলো/এম