ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অনেকটাই ফাঁকা
প্রকাশ: বুধবার, ১০ এপ্রিল, ২০২৪, ৯:২৪ এএম  (ভিজিট : ৬৪৪)
রাত পোহালেই ঈদুল ফিতর আজও ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রি-মোড়ে সকাল থেকে ঘরমুখো মানুষের কিছুটা ভিড় লক্ষ্য করা গেছে। এছাড়া ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অনেকটাই ফাঁকা।

বুধবার (১০ এপ্রিল) সকালে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রি-মোড় এলাকায় এমন চিত্র দেখা যায়।

জানা যায়, চন্দ্রা ত্রিমোর হইতে উত্তরবঙ্গের ২২ টি জেলার মানুষের একমাত্র প্রবেশ মুখ। যার ফলে প্রতি বছরে এই চন্দ্রা ত্রি-মোড় এলাকায় মানুষের দুর্ভোগ পোহাতে হয়। এবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় ঘণ্টা পর ঘণ্টা যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়েছে। তবে বুধবার সকালে চন্দ্রা ত্রি- মোড় জুড়ে  ঘর মুখো মানুষের ভিড় কিছুটা লক্ষ্য করা গেছে।

এছাড়া অন্যান্য দিনের চেয়ে ঘরমুখো মানুষের সংখ্যা কম থাকলেও গণপরিবহনের সংখ্যা বেশি দেখা যায়। তবে চন্দ্রা ত্রি-মোড় এলাকায় বাস কাউন্টার জুড়ে গণপরিবহনের কিছুটা জটলা দেখে যায়। এছাড়া ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ও চন্দ্রা নবীনগর, চন্দ্রা গাজীপুর মহাসড়ক অনেকটাই ফাঁকা।

সালনা হাইওয়ে কোনাবাড়ি থানার ওসি শাহাদাত হোসেন জানান, যাত্রীদের কোনো ধরনের হয়রানির শিকার যেন না হয়। তার জন্য চন্দ্রা ত্রি-মোড় এলাকা জুড়ে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা।


সময়ের আলো/এএ/




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close