ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

যাত্রীর কিল-ঘুষিতে প্রাণ গেল মিশুকভ্যান চালকের
প্রকাশ: বুধবার, ১০ এপ্রিল, ২০২৪, ২:০৮ এএম আপডেট: ১০.০৪.২০২৪ ৮:৪০ এএম  (ভিজিট : ২৭৯)
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় যাত্রীদের কিল-ঘুষিতে রাসেল মিয়া (৩০) নামের এক মিশুকভ্যান চালকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৯ এপ্রিল) সকালে সাদুল্লাপুর থানা পুলিশ ও নিহতের স্বজনরা এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত রাসেল মিয়া উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের খোর্দ্দকোমরপুর গ্রামের নান্দু শেখের ছেলে।

স্থানীয় ও স্বজনরা জানান, রাসেল শেখ একজন প্রতিবন্ধী। ব্যাটারি চালিত মিশুকভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। এরই মধ্যে সোমবার রাসেলের ভ্যানে  ছাগল নিয়ে লিমন সরদার নামের এক যুবক হাটে যায়। আবার একই ভ্যানে হাট থেকে ফিরছিলো লিমন। এরপর বুজরুক মোজাহিদপুর এলাকার পাপুলের চা দোকানের সামনে নেমে ভাড়া নিয়ে বাগবিতণ্ডা ঘটে। একপর্যায়ে ছাগল মালিক লিমন উত্তেজিত হয়ে রাসেলকে বেধরক মারপিট করে সটকে পড়ে। পরে তাকে উদ্ধার করে বুজরুক মোজাহিদপুর গ্রামের শ্বশুর বাড়িতে নেওয়া হয়। সেখানে রাতেই রাসেল মারা যান। নিহত রাসেল শ্বশুর বাড়িতে বসবাস করে আসছিলেন। অভিযুক্ত লিমন সরদার উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের তরফ জাহান গ্রামের সেকেন্দার সরদারের ছেলে।  

এ বিষয়ে সাদুল্লাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজু কামাল বলেন, খবর পেয়ে সোমবার রাত ১ টার দিকে রাসেলের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। 

সময়ের আলো/আরএস/ 




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close