ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৬ ঘণ্টা পর লাইনচ্যুত কনটেইনার ট্রেন উদ্ধার, আপলাইন বন্ধ
প্রকাশ: মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪, ১০:০৯ এএম  (ভিজিট : ২৩২)
ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৬ ঘণ্টা পর লাইনচ্যুত কনটেইনার ট্রেনটি উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৯ এপ্রিল) সকাল ৭টায় ট্রেনটিকে উদ্ধার করা হয়। তবে বন্ধ থাকা রেলপথের আপলাইনে ট্রেন চলাচল এখনো স্বাভাবিক হয়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের সহকারী মাস্টার সাকিল জাহান। তিনি বলেন, সোমবার রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার শহর বাইপাস পৈরতলা রেলগেট এলাকায় ঢাকামুখী একটি মালবাহী ট্রেনের দুটি চাকা লাইনচ্যুত হয়।

খবর পেয়ে আখাউড়া জংশন থেকে রাত সাড়ে ৩টায় রিলিফ ট্রেন ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে পৌঁছালে ভোর ৪টার দিকে উদ্ধার কাজ শুরু হয়। দীর্ঘ সাড়ে ৬ ঘণ্টা পর মঙ্গলবার সকাল ৭টায় মালবাহী ট্রেনটি উদ্ধার করে আশুগঞ্জের তালশহর রেলস্টেশনে নিয়ে যাওয়া হয়। তবে আপলাইনের স্লিপার ক্ষতিগ্রস্ত হয়েছে। সেগুলো মেরামত না হওয়া পর্যন্ত শিডিউল বিপর্যয় হওয়া ট্রেনগুলো ডাউন লাইনে চলাচল করবে।

উল্লেখ্য, সোমবার (৮ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টায় সদর উপজেলার শহর বাইপাস পৈরতলা রেলগেট এলাকায় কনটেইনার ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে এ ঘটনা ঘটে। তবে ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


সময়ের আলো/এএ/




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close