ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

ভোলায় কালবৈশাখী তাণ্ডব, নিহত ৩
প্রকাশ: রবিবার, ৭ এপ্রিল, ২০২৪, ৭:৫২ পিএম আপডেট: ০৭.০৪.২০২৪ ৯:১১ পিএম  (ভিজিট : ১০০৩)
ভোলার বিভিন্ন উপজেলায় কালবৈশাখী ঝড় ব্যাপক তাণ্ডব চালিয়েছে। এ ঘটনায় লালমোহন ও তজুমদ্দিনে ৩ জন মারা যাবার খবর পাওয়া গেছে। কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে তছনছ হয়ে যায় ভোলার লালমোহন উপজেলার বিভিন্ন এলাকার অন্তত আড়াইশত ঘরবাড়ি।

রোববার (৭ এপ্রিল) বেলা ১১ টার দিকে লালমোহনে হঠাৎ করেই বইতে শুরু করে ঝড়। প্রায় ঘণ্টা খানেক ধরে চলা তাণ্ডবে ঘর চাপা পড়ে ও বজ্রপাতে দুইজন নিহত হয়েছে বলে জানা যায়।

খোঁজ নিয়ে জানা গেছে, ঝড়ের প্রভাবে উপজেলার বদরপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে ঘর চাপা পড়ে হারিছ আহমেদ (৭০) নামে এক ভিক্ষুক নিহত হয়েছেন। তিনি পার্শ্ববর্তী ফরাজগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। অন্যদিকে বজ্রপাতে উপজেলার চরভূতা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চরলেঙুটিয়া গ্রামে মো. বাচ্চু নামে (৩৫) বছরের আরো এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি ওই এলাকার কয়ছর আহমেদের ছেলে। এছাড়া ঝড়ে আড়াইশত ঘরবাড়ির ক্ষতি হয়েছে। যার মধ্যে অন্তত ৫০টি ঘর পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে। ঝড়ের তাণ্ডবে ছিঁড়ে গেছে বিদ্যুতের তার।

এদিকে জেলার তজুমদ্দিন উপজেলা শম্ভুপুর ইউনিয়নের গোলকপুর গ্রামের মঞ্জু মাস্টার নামের একজন বজ্রপাতের শব্দে মারা গেছেন।

এ বিষয়ে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলাম বলেন, ঝড়ে প্রাণহানিসহ উপজেলার বিভিন্ন এলাকায় বেশ কিছু ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে। আমরা ক্ষতিগ্রস্তদের তালিকা করে বরাদ্দের জন্য জেলায় পাঠাবো। বরাদ্দ পেলে ক্ষতিগ্রস্তদের তা প্রদান করা হবে।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  কালবৈশাখীর তাণ্ডব   ঘরবাড়ি বিধ্বস্ত   প্রাণহানি   ভোলা   বরিশাল  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close