ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

সপ্তাহ ব্যবধানে হিলিতে বেড়েছে সব মুরগির দাম
প্রকাশ: শনিবার, ৬ এপ্রিল, ২০২৪, ৮:১৫ পিএম  (ভিজিট : ৫৯২)
দিনাজপুরের হাকিমপুর হিলিতে পবিত্র মাহে রমজানের শেষে এক সপ্তাহের ব্যবধানে বয়লার মুরগির দাম কেজিতে বেড়েছে ২০ টাকা। পাকিস্তানি ও দেশি মুরগির দামও বেড়েছে। ২৮০ টাকা কেজি দরের পাকিস্তানি মুরগি বিক্রি হচ্ছে ৩২০ টাকা কেজি দরে। আর দেশি মুরগি ৩৮০ টাকার স্থলে বিক্রি হচ্ছে ৪২০ টাকায়।

শনিবার (৬ এপ্রিল) সকালে হিলি মুরগি বাজারে গিয়ে এমন তথ্য পাওয়া গেছে। গত এক সপ্তাহ আগে প্রতি কেজি বয়লার মুরগি ১৮০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। আজ (শনিবার) সেই মুরগি বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি দরে। এছাড়াও বেড়েছে দেশিসহ পাকিস্তানি মুরগির দামও। 
ক্রেতাদের অভিযোগ, রমজান মাসের প্রথমদিকে বয়লার মুরগির দাম বাড়লও না। কিন্তু শেষের দিকে এসে প্রতি কেজি ২০ টাকা বেড়েছে। ঈদের সময় মনে হচ্ছে আরও দাম বাড়তে পারে। 

আর বিক্রেতারা বলছেন, বর্তমানে খামারিরা বাজারে কম পরিমাণ মুরগি আনছেন। তারা হয়তো ঈদের সময় লাভের আশায় বড় সাইজের মুরগি তৈরি করছেন। তাই বাজারে বয়লার মুরগির সরবরাহ আগের চেয়ে কমেছে। ফলে দামও বেড়েছে। 

হিলি বাজারে বয়লার মুরগি কিনতে আসা গৃহবধূ আয়েশ বেগম বলেন, আমি গত সপ্তাহে প্রতি কেজি বয়লার কিনেছি ১৮০ টাকা কেজি দরে। কিন্তু আজ সেই বয়লার ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কী আর করার বাধ্য হয়ে কেজিতে ২০ টাকা বেশি দিয়েই কিনতে হলো।

বাজারে মুরগি কিনতে আসা ক্রেতা রক্তিম বলেন, আমি প্রায় সপ্তাহে মুরগি কেনি। কিন্তু দিনদিন মুরগির দাম বৃদ্ধি পাচ্ছে। মাহে রমজানের শুরুতে বয়লার মুরগির দাম ছিলো ১৬০ টাকা কেজি। মধ্য রোজা পর্যন্ত ১৮০ টাকা কেজি কিনেছি। আজ ২৬ রোজায় ২০০ কেজি দরে কিনতে হচ্ছে।

রক্তিম আরও বলেন, ঈদের সময় মনে হচ্ছে দাম আরও বাড়তে পারে। গত বছর ঈদুল ফিতরের সময়ও প্রতি কেজি বয়লার ২৪০ থেকে ২৫০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। এবারও তাই হতে পারে।

বাজারে বয়লার মুরগি বিক্রেতা মো. ফারুক হোসেন বলেন, আমরা তো রমজানের শুরুর দিকে ১৬০ থেকে ১৭০ টাকা কেজি দরে বয়লার মুরগি বিক্রি করেছি। তথা সরবরাহ স্বাভাবিক ছিল। এখন ধীরে ধীরে সরবরাহ কমে আসছে। খামারিরা হয়তো ঈদকে সামনে রেখে মুরগির সাইজ বড় করার জন্য অল্প পরিমাণে মুরগি বাজারে আনছেন। তাই দাম একটু বেড়েছে। গত সপ্তাহে ১৮০ টাকা কেজি বিক্রি করেছি। আর আজ বিক্রি করছি ২০০ টাকা কেজি দরে।

তিনি আরও বলেন, শুধু বয়লার মুরগি না। পাকিস্তানি ও দেশি মুরগির দামও বেড়েছে। ২৮০ টাকা কেজি দরের পাকিস্তানি মুরগি বিক্রি হচ্ছে ৩২০ টাকা কেজি দরে। আর দেশি মুরগি ৩৮০ টাকার স্থলে বিক্রি হচ্ছে ৪২০ টাকায়।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  মুরগির দাম বৃদ্ধি   দিনাজপুর   হিলি  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close