ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন ৫ বার্মিজ গরু জব্দ
প্রকাশ: শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪, ৯:৪২ পিএম আপডেট: ০৫.০৪.২০২৪ ১০:২৬ পিএম  (ভিজিট : ৭৯৩)
মালিকবিহীন ৫টি বার্মিজ গরু আটক করেছে বিজিবি। শুক্রবার (৫ এপ্রিল) বিকেলে সদর ইউনিয়নের নাইক্ষ্যংছড়ির লেবু বাগান নামক স্থান থেকে এই গরুগুলো আটক করা হয়। 

ব্যাটালিয়ন ১১ বিজিবি এর ফুলতলী বিওপির টহল কমান্ডার জেসিও নায়েক সুবেদার মো. শাহআলম ফকির এর নেতৃত্ব টহল দল বাংলাদেশের অভ্যন্তর থেকে গরুগুলো জব্দ করে। 

জানা যায়, আটককৃত ৫টি গরু নিলাম কার্যক্রমের জন্য নাইক্ষ‍্যংছড়ি ব্যাটালিয়ন সদরের হেফাজতে জমা রয়েছে।

নাইক্ষ‍্যংছড়ির বিভিন্ন সীমান্ত পয়েন্টের চোরাই পথ দিয়ে মিয়ানমার থেকে প্রচুর গরু আসার কারণে স্থানীয়ভাবে গড়ে ওঠা দেশি গরুর খামারিরা পড়েছে বেকায়দায়। পার্শ্ববর্তী দেশ থেকে মোটা তাজা গরু আসার ফলে চাহিদা কমে গেছে দেশিও গরুর চাহিদা।

খামারি মো. আতাউল্লাহ বলেন, আমাদের সর্বক্ষেত্রে সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিপদে আপদে আমাদের পাশে থেকে সহযোগিতা করে আসছে বিজিবি। অবৈধ গরুর পাচারের বিষয়ে অভিযান আরো জোরদার করা হলে আমাদের মত খামারিদের জন্য উপকারে আসতো।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  বার্মিজ গরু জব্দ   নাইক্ষ্যংছড়ি   বান্দরবান   




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close