ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অতিরিক্ত চাপ, ধীর গতিতে চলছে যানবাহন
প্রকাশ: শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪, ১২:১৬ পিএম  (ভিজিট : ৩৭৪)
ঈদ যাত্রার শুরুতে যানবাহনের চাপ বেড়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কেও। বৃহস্পতিবার রাত থেকে ওই মহাসড়কে চট্রগ্রামমুখী যানবাহনের চাপ বাড়তে থাকে।

যা শুক্রবার সকাল পর্যন্ত অব্যাহত রয়েছে।

যানবাহনের অতিরিক্ত চাপের কারণে মেঘনা সেতু থেকে কুমিল্লার দাউদকান্দি মেঘনা-ঘোমতী সেতু পর্যন্ত যানবাহন ধীর গতিতে চলাচল করছে বলে জানিয়েছে গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ  হুমায়ুন কবির।

তিনি জানান ঈদকে সামনে রেখে স্বাভাবিক নিয়মেই মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। এ কারণে মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া অংশে শুক্রবার সকাল থেকে যানবাহন ধীর গতিতে চলাচল করছে।

মেঘনা-গোমতী সেতুর পাড় হয়ে কুমিল্লা অংশে মহাসড়কের কিছু অংশ সরু হবার কারণে সেখানে যানবাহনের জটলা দেখা দেওয়ায় পুরো মহাসড়কজুড়ে যানবাহনের ধীরগতি বলে দাবী করেন তিনি। তবে বেলা বাড়ার সাথে সাথে পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে আসতে শুরু করেছে বলে তিনি জানান।


সময়ের আলো/এএ/




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close